জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক
প্রশাসন যদি একপেশে আচরণ করে, তাহলে বাংলাদেশে কখনোই একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশে এখনো ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত হয়নি।
শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক শেষে এ মন্তব্য করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুম এবং সভা পরিচালনা করেন সদস্যসচিব মাওলানা আবদুল হালিম।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে বৈঠক শুরু হয়। উদ্বোধনী বক্তব্যে মাওলানা এটিএম মা’ছুম বলেন, নির্বাচনী কার্যক্রমকে আরও সংগঠিত ও গতিশীল করতে দলীয় প্রস্তুতি জোরদার করা প্রয়োজন। এ লক্ষ্যে একাধিক সাব-কমিটি গঠন, দায়িত্ব পুনর্বণ্টন এবং নতুন সদস্য অন্তর্ভুক্তির সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিচারহীনতা এবং প্রশাসনিক পক্ষপাতের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। নেতারা বলেন, সাম্প্রতিক সময়ে প্রশাসনের ভূমিকা ও আচরণে একতরফা ঝোঁকের ইঙ্গিত মিলছে, যা একটি অবাধ নির্বাচনী পরিবেশের জন্য উদ্বেগজনক।
সভায় ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়ার প্রসঙ্গও উঠে আসে। নেতারা অভিযোগ করেন, সন্ত্রাস দমনে কার্যকর কোনো অগ্রগতি নেই। একের পর এক হত্যাকাণ্ড ঘটলেও চিহ্নিত সন্ত্রাসীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে দৃশ্যমান সাফল্য না থাকায় রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ পাচ্ছে বলে মন্তব্য করেন তারা।
জামায়াত নেতারা বলেন, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পূর্বশর্ত হলো প্রশাসনের পূর্ণ নিরপেক্ষতা, চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে ধারাবাহিক ও দৃশ্যমান অভিযান। কিন্তু বাস্তবে এসব বিষয়ে সরকারের কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।
বৈঠক শেষে কমিটির পক্ষ থেকে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা, সন্ত্রাসীদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার এবং সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করা হয়।
নেতারা সতর্ক করে বলেন, পরিস্থিতি সংশোধনের সুযোগ এখনো থাকলেও সময় দ্রুত ফুরিয়ে আসছে। নির্বাচনী ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা রক্ষা করা না গেলে দেশে রাজনৈতিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com