সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে ইসি এ সিদ্ধান্ত দেয়।
এর আগে গত ২ জানুয়ারি কক্সবাজারের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। তখন অভিযোগ করা হয়, তার বিরুদ্ধে থাকা একটি আদালত অবমাননার মামলার তথ্য হলফনামায় উল্লেখ করা হয়নি।
এ ছাড়া তার বিরুদ্ধে আগের কিছু আইনি প্রক্রিয়ার জটিলতার কথাও রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে উল্লেখ ছিল।
পরবর্তীতে নির্বাচন কমিশনে আপিল করলে শুনানি শেষে কমিশন মনে করে, উত্থাপিত অভিযোগগুলো মনোনয়ন বাতিলের জন্য যথেষ্ট নয়। ফলে কমিশন সর্বসম্মতভাবে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
এর মাধ্যমে কক্সবাজার-২ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো বাধা থাকল না জামায়াতের এই প্রার্থীর।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com