সংগৃহীত
সরকারি পক্ষপাতের কারণে নির্বাচনী মাঠে অসম প্রতিযোগিতার পরিবেশ তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (১০ জানুয়ারি) ইউরোপীয়ান ইউনিয়নের (ইইউ) চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইজাবসের নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ এবং আন্তর্জাতিক সম্পর্ক সেল প্রধান সুলতান মুহাম্মদ জাকারিয়াসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইইউ একটি শক্তিশালী ও বড় প্রতিনিধি দল পাঠাতে যাচ্ছে। ইইউ চায় নির্বাচনটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক হোক এবং ফল ঘোষণার পর সবাই তা গ্রহণ করুক। এতে গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়াও নির্বিঘ্ন হবে বলে তারা আশা প্রকাশ করেছে।
তিনি জানান, ইইউ প্রতিনিধিরা রাজনৈতিক দলগুলোর উদ্বেগ ও অভিজ্ঞতা জানতে আগ্রহী এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের পাশাপাশি সব দলের সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে এনসিপিকেও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, দেশে লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে—এমন আত্মবিশ্বাস সব রাজনৈতিক দলের নেই। তিনি অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক দলকে সরকারি সুযোগ-সুবিধা ও বাড়তি প্রোটোকল দেওয়ার মাধ্যমে প্রশাসনের বিভিন্ন স্তরে পক্ষপাতের বার্তা যাচ্ছে, যা নির্বাচনী পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
মিডিয়ার ভূমিকা নিয়েও উদ্বেগ জানিয়ে তিনি বলেন, কিছু মূলধারার গণমাধ্যম এনসিপিকে লক্ষ্য করে নেতিবাচক সংবাদ প্রকাশ করছে। প্রশাসন ও গণমাধ্যম—উভয় ক্ষেত্রেই সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান তিনি।
নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার ও আসামিদের গ্রেপ্তার না হওয়ায় মাঠে নিরাপত্তাহীনতা বিরাজ করছে। তবে এনসিপি মাঠে কাজ চালিয়ে যাবে এবং ২১ জানুয়ারির পর আনুষ্ঠানিক প্রচারণা আরও জোরদার করবে।
আসন সমঝোতা বিষয়ে নাহিদ ইসলাম বলেন, এনসিপির অবস্থান খুব শিগগিরই স্পষ্ট করা হবে। আগামী ১১ বা ১২ জানুয়ারির মধ্যে এ বিষয়ে ঘোষণা আসতে পারে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com