বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং ইইউ নির্বাচন পর্যবেক্ষক ড. ইভারস আইজাবসের সঙ্গে সাক্ষাৎকালে ছবি: বিএনপি তথ্য কেন্দ্র
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকটি বিএনপির গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ প্রমুখ। তবে বৈঠকের আনুষ্ঠানিক বিষয়টি এখনও প্রকাশ করা হয়নি।
এর আগে একই দিনে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবসও তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পর্যবেক্ষক দলের সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিকেল ৪টার আগে তারা কার্যালয় থেকে বের হন।
উল্লেখ্য, শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারও তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com