বরিশাল-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ছবি: সংগৃহীত
বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না।
শনিবার দুপুরে বাবুগঞ্জের চাঁদপাশায় জোটের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন আচরণবিধি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।
ফুয়াদ অভিযোগ করেন, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে একাধিক অভিযোগ জানানো সত্ত্বেও প্রশাসনের সক্রিয় পদক্ষেপ চোখে পড়ছে না। তিনি বলেন, “প্রচারণা শুরুর আগেই একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা ভোটকেন্দ্র দখলের পরিকল্পনা করছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর একটি তালিকা আমাদের কাছে রয়েছে।”
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা এবং বিশেষ ক্ষমতা আইনের মাধ্যমে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটদের অন্তর্বর্তী ব্যবস্থা নিলে কেন্দ্র দখল ও সংঘর্ষ অনেকাংশে কমানো সম্ভব হবে। এভাবে ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে।
নিজেদের অবস্থান তুলে ধরে তিনি বলেন, “আমরা জোটের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত নির্বাচন আচরণবিধি বিষয়ে সচেতন করছি। কোন প্রচারণা গ্রহণযোগ্য, কোনটি নয়—সব স্পষ্টভাবে নির্দেশনা দিচ্ছি।”
সাথে তিনি অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী কিছু রাজনৈতিক দলের প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে বিভিন্ন ব্যানার ব্যবহার করছে। তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে, যাতে নির্বাচনের পরিবেশ স্বচ্ছ ও সুষ্ঠু হয়।
সভায় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মো. শাহাদাত হোসেন, উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. সৌরভ সরদার, এবি পার্টির জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার জি এম রাব্বি, যুগ্ম আহ্বায়ক মেরিন ইঞ্জিনিয়ার সুজন তালুকদার ও যুগ্ম সদস্য সচিব ডা. তানভীর আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com