সংগৃহীত
ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, নির্বাচনের মাঠে সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মনোভাব ও ঝোঁক ভোট প্রক্রিয়ায় সরাসরি প্রভাব ফেলে। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, সুষ্ঠু নির্বাচনের জন্য কাঙ্ক্ষিত লেভেল প্লেয়িং ফিল্ড এখনও তৈরি হয়নি।
শনিবার রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে বৈঠকে এসব কথা বলেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি মনে করেন, অবৈধ অস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম এখনও পর্যাপ্ত নয়। এছাড়া ওসমান হাদির হত্যাকারীকে এখনও গ্রেপ্তার করতে না পারায় জনগণের আস্থা ফিরে আসেনি।
চরমোনাই পীর বলেন, মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ায় কিছু রিটার্নিং কর্মকর্তার আচরণ আশঙ্কাজনক। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, সরকার নির্বাচনে সবাইকে সমান সুযোগ প্রদান করবে, এবং অবৈধ অস্ত্র উদ্ধারে গুরুত্ব দেবে। এছাড়া আইন-শৃঙ্খলার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, মহাসচিব ইউনুস আহমদ সেখ, প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com