সংগৃহীত
শুধু স্বৈরাচার বিদায় নিয়েছে—এতে সন্তুষ্ট হয়ে বসে থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে প্রত্যেক নাগরিককে নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে।
রোববার (১১ জানুয়ারি) রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত নাগরিক দায়িত্ববোধ, সামাজিক সম্পৃক্ততা ও নগর উন্নয়ন শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, গণতন্ত্র ও সংস্কার চাইলে জনগণকে সক্রিয়ভাবে গণভোটে অংশ নিতে হবে। ক্ষমতার মালিকানা জনগণের হাতে নিতে হলে সচেতন ও দায়িত্বশীল ভোট প্রদানের বিকল্প নেই।
অনুষ্ঠানে এ বছর নগর উন্নয়নে বিশেষ অবদান রাখায় ৮টি ক্যাটাগরিতে ১০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নাগরিক পদক প্রদান করে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, গুম, নির্যাতন ও আয়নাঘরের মতো পরিস্থিতিতে আর ফিরে যেতে না চাইলে গণভোটের মাধ্যমে জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে। তিনি আরও বলেন, আধিপত্যবাদ ও অন্যায়ের কাছে বাংলাদেশ আর কখনো মাথানত করবে না।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com