সংগ্রহীত
কলাপাড়ায় নবজাতককে ‘খালেদা জিয়া’ নামে নামকরণ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সদ্য জন্ম নেওয়া এক কন্যাশিশুর নাম রাখা হয়েছে ‘খালেদা জিয়া’। শিশুটির জন্ম হয় ৩০ ডিসেম্বর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
নবজাতকের বাবা ইলিয়াস আজিজ ও মা মারিয়ম লালুয়া উপজেলার হাসনাপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ইলিয়াস আজিজ বলেন, “বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং দেশপ্রেমের জন্য আমরা তাকে শ্রদ্ধা করি। আমার কন্যাসন্তানের জন্মের দিন চারদিকে শোকের আবহ ছিল। সেই অনুভূতি থেকেই আমরা মেয়েটির নাম খালেদা জিয়া রাখি। আল্লাহ বাঁচিয়ে রাখলে তাকে কোরআনের হাফেজ হিসেবে বড় করতে চাই।”
মা মারিয়ম লালুয়া জানান, নামকরণের পেছনে পারিবারিক অনুভূতি ও সম্মানবোধ কাজ করেছে। তারা আশা করেন, মেয়ে নৈতিকতা ও আদর্শের সঙ্গে বড় হবে।
স্থানীয় বাসিন্দা আল-আমিন বলেন, “নবজাতকের এমন নামকরণ এলাকায় আলোচনা সৃষ্টি করেছে। এটি যদিও ব্যক্তিগত সিদ্ধান্ত, তবুও এতে রাজনৈতিক ইতিহাসের প্রতি মানুষের আবেগ প্রতিফলিত হয়।”
স্থানীয় বিএনপি নেতা মন্তব্য করেছেন, “খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নাম। একজন সমর্থকের এমন আবেগি সিদ্ধান্ত আমাদের রাজনীতির প্রতি মানুষের ভালোবাসার প্রকাশ।”
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, নবজাতক ও মায়ের শারীরিক অবস্থাও বর্তমানে ভালো রয়েছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com