ছবি: সংগৃহীত
শহীদ জিয়ার নামে স্লোগানে ইউএনও'র নিষেধের জের ধরে কিশোরগঞ্জের হোসেনপুরে ফ্যাসিস্ট উপজেলা নিবার্হী অফিসারের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা ছাত্রদল, যুবদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি হোসেনপুর সরকারি পাইলট স্কুল এন্ড কলেজের সামনে থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল চৌরাস্তায় এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মোঃ জনি মিয়া সাধারণ শিক্ষার্থী, রিপন রাজ জুলাই যোদ্ধা, এবিএম আবদুল্লাহ ছাত্র প্রতিনিধি, মধু চিসতি পেশাজীবি , মোঃ আকাশ জুলাই যোদ্ধা ----------------------প্রমুখ এসময় বক্তারা অবিলম্বে ওই ফ্যাসিস্ট ইউএনও'র দ্রুত প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, গত মঙ্গলবার(১৬ ডিসেম্বর ) সকালে বিজয় দিবসের অনুষ্ঠান শুরুর প্রাক্কালে উপজেলা পরিষদ মাঠে বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে স্লোগান দিতে থাকেন বিএনপির শতশত নেতাকর্মী। এ সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা কাজী নাহিদ ইভা রাগান্বিত কন্ঠে বিএনপির নেতাকর্মীদের স্লোগান দিতে নিষেধ করে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন,যা কোনো ভাবেই কাম্য নয়। ইউএনও'র এমন আচরণে হতবাক উপস্থিত বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে ওই ইউএনও'র অপসারণ ও শাস্তির দাবি করেন। এনিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। পরে স্থানীয় প্রশাসন ও বিএনপির সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক ভাইরাল হয়। এ ঘটনায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন এবং ওই ফ্যাসিস্ট ইউএনও'র দ্রুত অপসারণের দাবি জানিয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষেরও সুদৃষ্টি কামনা করেন। বিষয়টি এলাকায় দারুন চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com