ঘন কুয়াশার মধ্যে চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ সংঘর্ষের পর ক্ষতিগ্রস্ত জাহাজ
চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশার মধ্যে দুটি যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান।
এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে মেঘনা নদীর চাঁদপুর অংশে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের বরাতে জানা যায়, ভোলার ঘোষেরহাট ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয় এমভি জাকির সম্রাট-৩ লঞ্চ। চাঁদপুর এলাকায় পৌঁছালে নদীতে ঘন কুয়াশা পড়ায় লঞ্চটি ধীরগতিতে চলছিল।
এ সময় বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ অ্যাডভেঞ্চার-৯ এর সঙ্গে জাকির সম্রাট-৩ এর সংঘর্ষ হয়। সংঘর্ষে এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের এক পাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় দুই লঞ্চে থাকা অন্তত আটজন যাত্রী প্রাণ হারান। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার পর নৌ-পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রম চালায়। দুর্ঘটনার
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com