ঢাকা, ২৫ ডিসেম্বর, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত : ১০:২২ এএম, ২৪ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

‘বাংলাদেশের দিকে একটা রাফাল ঘুরালেই হবে’—সীমান্ত বিক্ষোভে বিজেপি বিধায়কের বিতর্কিত মন্তব্য

প্রকাশিত : ১০:২২ এএম, ২৪ ডিসেম্বর ২০২৫

বিক্ষোভ চলাকালে বক্তব্য দিচ্ছেন বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া

নিজস্ব প্রতিবেদক :

ভারত–বাংলাদেশের চলমান কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের একাধিক স্থল সীমান্তে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

বুধবার (২৪ ডিসেম্বর) পশ্চিমবঙ্গের পেট্রাপোল, ঘোজাডাঙ্গা, গেদে, মাহাদিপুর, ফুলবাড়ি ও হিলিসহ বাংলাদেশের সঙ্গে সংযুক্ত প্রায় সব গুরুত্বপূর্ণ স্থলবন্দরে একযোগে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপির নেতা-কর্মীরা।

দুপুরে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার জয়ন্তীবাজার এলাকা থেকে ‘সনাতনী ঐক্য মঞ্চ’-এর ব্যানারে একটি মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন বিজেপির দুই বিধায়ক অসীম সরকার ও অশোক কীর্তনীয়া। তবে সীমান্তের জিরো পয়েন্ট থেকে প্রায় ২০০ মিটার আগে আইনশৃঙ্খলা বাহিনী ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকে দেয়।

এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া বাংলাদেশের নেতাদের ‘সেভেন সিস্টার্স’ সংক্রান্ত বক্তব্যের জবাবে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “ওরা দিবাস্বপ্ন দেখছে। বাংলাদেশের দিকে একটা রাফাল ঘুরিয়ে দিলেই আর ঘর থেকে বেরোতে পারবে না। ওদের যোগ্য জবাব দেওয়া হবে।” তার এই মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

এর আগে সকাল থেকেই ঘোজাডাঙ্গা স্থলবন্দর সংলগ্ন ওল্ড সাতক্ষীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিজেপি নেতা-কর্মীরা। বিক্ষোভ চলাকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কুশপুতুল পোড়ানো হয়। পাশাপাশি আমদানি–রপ্তানি পণ্যে ব্যবহৃত ট্রাক আটকে রেখে প্রতিবাদ জানানো হয়।

এছাড়া মালদা জেলার আন্তর্জাতিক সীমান্ত এলাকা ও কলকাতার হাওড়া ব্রিজের কাছেও পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি। হাওড়ার গুলমোহর ময়দান থেকে একটি মিছিল হাওড়া ব্রিজের দিকে অগ্রসর হলে পুলিশ প্রায় ১০০ মিটার দূরে ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এতে বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই আহত হন। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে দিল্লি, কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক মিশনের সামনে বিজেপি, কংগ্রেসসহ কয়েকটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বিক্ষোভ করে আসছে। এসব উসকানিমূলক কর্মসূচি বন্ধের দাবিতে বাংলাদেশ সরকার ইতোমধ্যে দুই দফা ভারতের হাইকমিশনারকে তলব করেছে। সর্বশেষ সীমান্ত এলাকায় বিক্ষোভ ও স্লোগানের ঘটনায় দুই দেশের সম্পর্ক নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com