ঢাকা, ১০ জানুয়ারি, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত : ০১:২৮ এএম, ০৯ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

ঢাবিতে হলের নাম পরিবর্তন ‘গায়ের জোরে’, ঘৃণার রাজনীতি টিকে থাকল: মাহিন সরকার

প্রকাশিত : ০১:২৮ এএম, ০৯ জানুয়ারি ২০২৬

ঢাবিতে হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে ফেসবুকে প্রতিক্রিয়া জানান মাহিন সরকার

নিজস্ব প্রতিবেদক :

ঢাবিতে হলের নাম পরিবর্তন ‘গায়ের জোরে’, ঘৃণার রাজনীতি টিকে থাকল: মাহিন সরকার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তনের সিদ্ধান্তকে ‘গায়ের জোরে চাপিয়ে দেওয়া’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার। তিনি দাবি করেন, এ সিদ্ধান্তের মধ্য দিয়ে ঘৃণার রাজনীতিই আবারও জিইয়ে রাখা হলো।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

এর আগে একই দিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শেখ মুজিবুর রহমান হলসহ শেখ পরিবারের সদস্যদের নামে থাকা পাঁচটি আবাসিক ভবনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী, সিন্ডিকেটের এই সিদ্ধান্ত চূড়ান্ত নয়। বিষয়টি এখন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেটের সভায় উপস্থাপন করা হবে। সিনেটের আলোচনার পরই নাম পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

নিজের স্ট্যাটাসে মাহিন সরকার বলেন, শেখ মুজিবুর রহমান নিজে কখনো এই হলের নামকরণ করেননি, এমনকি তার কন্যা শেখ হাসিনাও এটি করেননি। তিনি দাবি করেন, অতীতে শেখ হাসিনার শাসনামলেই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। উদাহরণ হিসেবে তিনি ভাসানী নভোথিয়েটার, আইপিজিএমআর, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ও জিয়া উদ্যানের নাম পরিবর্তনের প্রসঙ্গ উল্লেখ করেন।

তিনি আরও লেখেন, গঠনমূলক রাজনীতি থেকে সরে গেলে ‘আগেই ভালো ছিলাম’ ধরনের মানসিকতা আরও শক্তিশালী হবে। ২৪–পরবর্তী সময়ে তরুণ রাজনীতিকরা পূর্বসূরিদের সংগ্রামকে সম্মান জানিয়ে প্রজন্মের মধ্যে সেতুবন্ধন তৈরি করবেন—এমন প্রত্যাশা ছিল বলেও মন্তব্য করেন তিনি। মাহিন সরকারের মতে, একাত্তরের পরবর্তী কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ ঘৃণার প্রতীকে পরিণত হয়েছে, তবে যাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে, তাদের রাষ্ট্রীয় আইনের আওতায় শাস্তি নিশ্চিত করাই হওয়া উচিত গঠনমূলক রাজনীতির পথ।

স্ট্যাটাসের শেষাংশে তিনি একটি উদাহরণ টেনে বলেন, ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেনের একটি মন্তব্যের কারণে তাকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরানো হলেও একই ধরনের মন্তব্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও করেছেন, অথচ তারা এখনো বহাল আছেন। সময়ের চাপে ও আবেগের বশে নেওয়া অনেক সিদ্ধান্ত যে পরে ভুল প্রমাণিত হয়—এ কথাও তিনি উল্লেখ করেন।

মতামত বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com