ছবি : সংগৃহীত।
রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে আনিস আলমগীরের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ওয়ার জার্নালিজমে তিনি এক ব্যতিক্রমী নাম, যার তুলনা বাংলাদেশে দ্বিতীয় কেউ নেই।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে মাসুদ কামাল বলেন, প্রথম ইরাক যুদ্ধের সময় আনিস আলমগীর সরাসরি বাগদাদে উপস্থিত থেকে যুদ্ধ কভার করেছিলেন। সে সময় তিনি দৈনিক আজকের কাগজে কর্মরত ছিলেন। যুদ্ধক্ষেত্র থেকেই তিনি সংবাদ পাঠানোর পাশাপাশি বিভিন্ন টেলিভিশনে বিশ্লেষণধর্মী বক্তব্য দেন। এ কারণেই তাকে প্রকৃত অর্থে একজন “ওয়ার জার্নালিস্ট” বলা যায়।
মাসুদ কামাল আরও বলেন, আনিস আলমগীর নিয়মিত বিভিন্ন টকশোতে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তার নিজস্ব ইউটিউব চ্যানেল “আমার অন্য মঞ্চ”-এও আনিস আলমগীর প্রায় প্রতি সপ্তাহে অতিথি হিসেবে উপস্থিত হন এবং নানা সমসাময়িক বিষয়ে আলোচনা করেন।
এই প্রেক্ষাপটে সম্প্রতি আনিস আলমগীরকে তার বাসা থেকে ডিবি পুলিশ নিয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মাসুদ কামাল। তিনি জানান, ঘটনার দিন রাতে তাদের একটি নির্ধারিত সাক্ষাৎকার থাকার কথা ছিল। সে সময় আনিস আলমগীর নিজেই ফোন করে জানিয়েছিলেন যে ওই রাতে অনুষ্ঠানটি করা সম্ভব নাও হতে পারে।
মাসুদ কামালের ভাষ্য অনুযায়ী, ফোনালাপে আনিস আলমগীর কোনো সাহায্য চাননি বা পরিস্থিতি নিয়ে অভিযোগ করেননি। বরং পেশাদারিত্বের পরিচয় দিয়ে শুধু জানিয়েছিলেন, হঠাৎ চলে গেলে যেন অনুষ্ঠান নিয়ে কোনো সমস্যা না হয়।
মাসুদ কামাল বলেন, “এটাই পেশাদারিত্ব। তিনি নিজের ব্যক্তিগত পরিস্থিতির চেয়েও কাজের বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন।”
তিনি আরও জানান, ডিবি পুলিশ জানিয়েছে যে আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। এ সময় শুধু ডিবি নয়, ধানমন্ডি থানার পুলিশও উপস্থিত ছিল।
এ ঘটনাকে ব্যক্তিগতভাবে নয়, একটি সামগ্রিক বাস্তবতা হিসেবে দেখার আহ্বান জানিয়ে মাসুদ কামাল বলেন, “এটা শুধু আনিস আলমগীরের ব্যাপার নয়। এটা যে কারও সাথেই ঘটতে পারে—আমার সাথে, আপনার সাথে। বাংলাদেশে বাসা থেকে ডিবি তুলে নিয়ে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়। এই আমলেও হয়েছে, আগের আমলেও হয়েছে।”
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com