ঢাকা, ১১ জানুয়ারি, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১০:৫৭ পিএম, ১০ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

সরকারের মোট ব্যাংক ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

প্রকাশিত : ১০:৫৭ পিএম, ১০ জানুয়ারি ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

চলতি অর্থবছরের শুরুতে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ কমানোর পথে থাকলেও শেষ দুই মাসে সেই চিত্র দ্রুত বদলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের শুরু থেকে গত ৪ জানুয়ারি পর্যন্ত সরকার ব্যাংক ব্যবস্থা থেকে প্রায় ৬০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। এর ফলে ব্যাংক ব্যবস্থায় সরকারের মোট ঋণস্থিতি প্রথমবারের মতো ছয় লাখ কোটি টাকা অতিক্রম করেছে।

অর্থবছরের প্রথম চার মাসে ব্যাংক থেকে নেওয়ার চেয়ে সরকার ৫০৩ কোটি টাকা বেশি পরিশোধ করেছিল। তবে নভেম্বর ও ডিসেম্বর মাসে ঋণগ্রহণের গতি বাড়তে থাকে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ৪ জানুয়ারি পর্যন্ত ব্যাংক ব্যবস্থায় সরকারের মোট ঋণ দাঁড়িয়েছে ৬ লাখ ১০ হাজার ৬৬১ কোটি টাকা

এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছেই সরকারের ঋণ রয়েছে ১ লাখ ২২ হাজার ৪২৯ কোটি টাকা, যা গত জুন শেষে ছিল ৯৮ হাজার ৪২৪ কোটি টাকা। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের কাছে সরকারের দায় বেড়েছে ২৪ হাজার ৬ কোটি টাকা। অন্যদিকে বাণিজ্যিক ব্যাংকগুলোতে সরকারের ঋণস্থিতি দাঁড়িয়েছে ৪ লাখ ৮৮ হাজার ২৩২ কোটি টাকা, যা গত জুনের তুলনায় ৩৫ হাজার ৭৫১ কোটি টাকা বেশি

বাজেট ঘাটতি মেটাতে সরকার প্রতিবছর ব্যাংক ঋণের বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। চলতি অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণের লক্ষ্য ধরা হয়েছে ১ লাখ ৪ হাজার কোটি টাকা। পাশাপাশি সঞ্চয়পত্র থেকে ঋণের লক্ষ্যমাত্রা রয়েছে ১২ হাজার ৫০০ কোটি টাকা

গত অর্থবছরের মূল বাজেটে ব্যাংক ঋণের লক্ষ্য ছিল ১ লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে নামিয়ে আনা হয় ৯৯ হাজার কোটি টাকা। শেষ পর্যন্ত সরকার ব্যাংক ব্যবস্থা থেকে নেয় ৭২ হাজার ৩৭২ কোটি টাকা। তবে সঞ্চয়পত্রে ভিন্ন চিত্র দেখা যায়। গত অর্থবছরে সঞ্চয়পত্র থেকে ১৫ হাজার ৪০০ কোটি টাকা নেওয়ার লক্ষ্য থাকলেও বাস্তবে সরকারের ঋণ কমে যায় ৬ হাজার ৬৩ কোটি টাকা

চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে সঞ্চয়পত্রে আবারও ঋণ বেড়েছে ২ হাজার ৩৬৯ কোটি টাকা। ফলে এ খাতে সরকারের মোট ঋণস্থিতি দাঁড়িয়েছে ৩ লাখ ৪০ হাজার ৮৬৮ কোটি টাকা

বাংলাদেশ ব্যাংকের ঋণসংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, অক্টোবর পর্যন্ত ব্যাংক ব্যবস্থায় সরকারের মোট ঋণ কমে নেমে এসেছিল ৫ লাখ ৫০ হাজার ৫০২ কোটি টাকা। সেখান থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত সময়েই ঋণ বেড়ে দাঁড়ায় ৫ লাখ ৯৬ হাজার ১৪৪ কোটি টাকা। এরপর জানুয়ারির প্রথম সপ্তাহে তা আরও বাড়িয়ে বর্তমান অবস্থানে পৌঁছেছে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে পাঁচটি ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে সরকার প্রায় ২০ হাজার কোটি টাকা মূলধন জোগান দেয়। একই সময়ে প্রত্যাশিত রাজস্ব আদায় না হলেও পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ নেওয়ার চাপ বৃদ্ধি পেয়েছে।

অর্থনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com