ছবি: সংগৃহীত
বিএনপি সরকার গঠন করলে দেশে ব্যাংক ও বীমা খাতগুলোতে বড় ধরনের সংস্কার আনা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।বুধবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পপুলার লাইফ ইনস্যুরেন্সের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এ কথা জানান। তিনি বলেন, দেশের ২০টির বেশি ইনস্যুরেন্স কোম্পানি বর্তমানে টাকা ফেরত দিতে পারছে না এবং কিছু প্রতিষ্ঠান লুটপাটের অভিযোগে নাম রয়েছে। তিনি বলেন, “ভবিষ্যতে ক্ষমতায় এলে আমরা এই ধরনের অবস্থা চলতে দেব না। এসব খাতে বড় সংস্কার করা হবে।”
আমীর খসরু আরও বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এলে ব্যাংক ও বীমা খাতকে দলীয়করণমুক্ত করা হবে এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। তিনি উল্লেখ করেন, “বিগত সরকারের আমলে অনেক ব্যাংক ও ইনস্যুরেন্স কোম্পানি দলীয় প্রভাবের কারণে তৈরি হয়েছে, যার ফলে সাধারণ মানুষ অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে।”তিনি জানান, নির্বাচিত সরকার এই খাতগুলোতে স্বচ্ছতা ফিরিয়ে আনবে এবং সাধারণ মানুষকে আর্থিকভাবে সুরক্ষা দেবে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com