রায়হান তাভীর
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরোপয়েন্ট থেকে নিজ খামার বটতলা বাজার পর্যন্ত ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে খুলনা নাগরিক সমাজ ও ভুক্তভোগী এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটে সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত চীফ ইঞ্জিনিয়ার, খুলনা সার্কেল মোঃ জাকির হোসেনের নিকট এই স্মারকলিপি হস্তান্তর করা হয়। খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি এস এম দেলোয়ার হোসেন, খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি (কেডিএস)-এর চেয়ারম্যান আব্দুস সালাম শিমুল, নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগরের সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক সাংবাদিক মাহাবুবুর রহমান মুন্না, সাংবাদিক শাহীন হাওলাদার, অ্যাডভোকেট শেখ শাহাবুদ্দীন, মাওলানা মুফতি ক্বারী মাহদী হাসান কাউসারি, অ্যাডভোকেট বাহালুল করিম, মোঃ ইমরান হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বটিয়াঘাটা উপজেলার জিরোপয়েন্ট থেকে নিজ খামার বটতলা বাজার পর্যন্ত মহাসড়কটি দীর্ঘদিন যাবৎ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। চলমান বর্ষা মৌসুমে রাস্তাজুড়ে সৃষ্টি হওয়া বড় বড় গর্তগুলো পানিতে পূর্ণ হয়ে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, বিকল হয়ে থাকছে যানবাহন। কখনো কখনো তো পুরো রাস্তা বন্ধ হয়ে যায়, ফলে সীমাহীন দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ।
বিশেষ করে নারী, শিশু, শিক্ষার্থী এবং বয়োজ্যেষ্ঠরা প্রতিনিয়ত ভয়াবহ ঝুঁকির মুখে রয়েছেন। টেন্ডারপ্রাপ্ত নিম্নমানের কাজের কারণে এই সড়ক দ্রুত নষ্ট হয়ে পড়ে এবং প্রায় এক বছর ধরে এটি মেরামতের কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না বলে অভিযোগ করেন এলাকাবাসী।
খুলনা ও সাতক্ষীরাসহ দক্ষিণাঞ্চলের হাজারো মানুষের যাতায়াতের অন্যতম প্রধান এই মহাসড়ক দ্রুত সংস্কার না হলে দুর্ঘটনা ও দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান স্মারকলিপি প্রদানকারীরা।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com