ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৫
রংপুর প্রতিনিধি :
প্রকাশিত : ০৪:১৮ এএম, ২৬ নভেম্বর ২০২৫
Digital Solutions Ltd

কাউনিয়ায় সরকারি ভাবে আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

প্রকাশিত : ০৪:১৮ এএম, ২৬ নভেম্বর ২০২৫

ছবি: সংগৃহীত

রংপুর প্রতিনিধি :

লোকসানের হাত থেকে কৃষককে রক্ষায় রংপুরের কাউনিয়া উপজেলায় অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে।গত(বুধবার ২৬ নভেম্বর ) সকালে উপজেলা খাদ্য গুদাম চত্বরে সরাসরি কৃষকদের কাছ থেকে আমন ধান ক্রয়ের  ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো,মুহিদুল হক  , উপজেলা খাদ্য কর্মকর্তা মোছা,সুফিয়া সুলতানা সরদার  খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা দীলিপ চন্দ্র রায় উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম উপজেলা প্রকৌশলি অফিসার মনিরুল ইসলাম,, মিল চাতাল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মিনহাজুর রহমান হেনা সহআমন্ত্রিত অতিথিবৃন্দ।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানাগেছে, উপজেলার শুধুমাত্র লটারিতে নির্বাচিত কৃষকরা সরকারের নিকট ধান বিক্রি করতে পারবেন। এ ক্ষেত্রে কোনও ধরনের অনিয়ম সহ্য করা হবে না। যদি কেউ অনিয়ম করে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চলতি মৌসূমে প্রতি কেজি ৩৪ টাকা দরে ১১৪ মেট্টিক টন আমন ধান ও ৫০ টাকা দরে  ৭৮৩ মেট্রিকটন চাল ৩২ জন মিলারের কাছ থেকে সরাসরি সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। যা ২০ শেষ নভেম্বর হতে আগামী ২৮শে ফেব্রয়ারী পযর্ন্ত মিলার ও কৃষকদের নিকট থেকে ধান ও চাল ক্রয় করা হবে মর্মে জনিয়েছেন সংশ্লিষ্টরা।

অর্থনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com