ছবি: সংগৃহীত
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণীসম্পদে হবে উন্নতি" – এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রান্তিক খামারীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে পালিত হলো এ প্রদর্শনী।
বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সহযোগিতায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি, কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, বেলুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য এই প্রাণিসম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন। প্রান্তিক খামারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জেলা প্রশাসক প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সরকারি সহায়তার গুরুত্ব তুলে ধরেন।প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রান্তিক খামারিরা তাদের উন্নত জাতের গবাদি পশু, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য এবং আধুনিক খামার ব্যবস্থাপনার প্রযুক্তি প্রদর্শন করেন। এই প্রদর্শনীর মাধ্যমে খামারিরা একে অপরের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নতুন ও উন্নত জাতের প্রাণী পালনের কৌশল সম্পর্কে জানতে পারেন।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, এই ধরনের প্রদর্শনী খামারিদের উৎসাহিত করার পাশাপাশি দেশীয় জাতের প্রাণীর সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com