ঢাকা, ০৯ জানুয়ারি, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৫:৫৪ এএম, ০৮ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

রাশিয়া থেকে তেল কেনায় ভারতসহ কয়েকটি দেশের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের পথে যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৫:৫৪ এএম, ০৮ জানুয়ারি ২০২৬

রাশিয়ার কাছ থেকে তেল কেনায় নতুন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ একাধিক দেশ

নিউজ ডেস্ক :

রাশিয়ার কাছ থেকে উরেনিয়াম কেনার কারণে ভারতসহ একাধিক দেশের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত একটি কঠোর নিষেধাজ্ঞা বিলের প্রতি সম্মতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তেল ও ই

বিলটি আইনে পরিণত হলে, রাশিয়ার সঙ্গে জ্বালানি ও কৌশলগত পণ্যের বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোর বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নিতে পারবে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, এসব বাণিজ্যের মাধ্যমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ পরিচালনার সক্ষমতা আরও শক্তিশালী হচ্ছে।

রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন, ডেমোক্রেটিক ও রিপাবলিকান—উভয় দলের সমর্থনে প্রণীত এই ‘রাশিয়া নিষেধাজ্ঞা বিল’-এ প্রেসিডেন্ট ট্রাম্প সম্মতি দিয়েছেন। বিলটির মূল লক্ষ্য রাশিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারদের ওপর চাপ সৃষ্টি করা, যার মধ্যে ভারত, চীন ও ব্রাজিল অন্যতম।

এই বিলটি যৌথভাবে উত্থাপন করেছেন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ও ডেমোক্রেটিক সিনেটর রিচার্ড ব্লুমেনথাল। প্রস্তাবিত আইনে রাশিয়ার কাছ থেকে তেল, গ্যাস, ইউরেনিয়াম ও অন্যান্য পণ্য আমদানিকারক দেশগুলোর ওপর দ্বিতীয় ধাপের নিষেধাজ্ঞা এবং সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা দেওয়া হয়েছে মার্কিন প্রশাসনকে।

বিলটি পাস হলে, যারা জেনেশুনে রাশিয়ার জ্বালানি বা ইউরেনিয়াম কিনছে, তাদের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক বসাতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট।

এই কঠোর পদক্ষেপের মাধ্যমে মস্কোর অর্থনৈতিক সক্ষমতাকে দুর্বল করে ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় বসতে বাধ্য করাই যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সিনেটররা।

লিন্ডসে গ্রাহাম জানান, আগামী সপ্তাহেই সিনেটে বিলটি নিয়ে ভোটাভুটি হতে পারে। তার মতে, ইউক্রেন যখন শান্তির জন্য কিছু ছাড় দিচ্ছে, তখন রাশিয়ার ওপর চাপ বাড়ানোর এটিই উপযুক্ত সময়।

বর্তমানে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা কিছু ভারতীয় পণ্যের ওপর মোট ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ রয়েছে, যার মধ্যে ২৫ শতাংশ রাশিয়ার তেল আমদানির কারণে আগেই কার্যকর। নতুন বিলটি কার্যকর হলে এই শুল্ক আরও কয়েক গুণ বেড়ে যেতে পারে, যা ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলবে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com