ঢাকা, ২৮ ডিসেম্বর, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত : ০২:২৯ এএম, ২৮ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

হাদি হত্যায় জড়িতদের পালাতে সহায়তা: দুই ভারতীয় নাগরিক গ্রেপ্তার

প্রকাশিত : ০২:২৯ এএম, ২৮ ডিসেম্বর ২০২৫

হাদি হত্যাকাণ্ডে জড়িতদের পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার দুই ভারতীয় নাগরিক

নিজস্ব প্রতিবেদক :

হাদি হত্যাকাণ্ডে দুই ভারতীয় নাগরিক গ্রেপ্তার, সীমান্ত পাড়ি দিতে সহায়তার অভিযোগ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের পালাতে সহায়তার অভিযোগে দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, হত্যার সঙ্গে সংশ্লিষ্ট আসামিদের অবৈধভাবে সীমান্ত পার করাতে সহযোগিতা করায় ভারতের মেঘালয় পুলিশ তাদের আটক করে।

ডিএমপি জানায়, হত্যাকাণ্ডের পরিকল্পনা ছিল অত্যন্ত সুপরিকল্পিত। পুলিশ আনুষ্ঠানিকভাবে আসামিদের শনাক্ত করার আগেই মূল অভিযুক্তরা সীমান্ত অতিক্রম করে ভারতে আত্মগোপনে চলে যেতে সক্ষম হয়।

পুলিশের ভাষ্যমতে, মামলার প্রধান আসামি ফয়সাল ও আলমগীর কৌশলে দেশ ত্যাগ করে। তারা সিএনজি ও প্রাইভেটকার ব্যবহার করে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে পৌঁছায়। সেখানে আগে থেকেই অবস্থান করছিল ফিলিপ ও সঞ্জয় নামের দুই ব্যক্তি, যাদের সহায়তায় তারা অবৈধভাবে ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশ করে।

সীমান্ত পার হওয়ার পর পুত্তি ও তার স্বামী নামের দুই ভারতীয় নাগরিক আসামিদের আশ্রয় ও যাতায়াতের ব্যবস্থা করে দেয় বলে জানিয়েছে পুলিশ। পরে অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে তথ্য আদান-প্রদানের ভিত্তিতে মেঘালয় পুলিশ পুত্তি ও তার স্বামীকে আটক করে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম জানান, হত্যাকারীরা হালুয়াঘাট সীমান্তে পৌঁছানোর আগেই ফিলিপ ও সঞ্জয় সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল। সীমান্ত অতিক্রমের পর পুত্তি তাদের এক ট্যাক্সিচালক সামির কাছে হস্তান্তর করে, যিনি তাদের মেঘালয়ের পুরা নামের একটি শহরে পৌঁছে দেন। পুরো ঘটনাটি একটি পরিকল্পিত নেটওয়ার্কের মাধ্যমে সংঘটিত হয়েছে, যাতে হত্যাকারীরা সহজে ধরা না পড়ে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলে ১৮ ডিসেম্বর সেখানে তার মৃত্যু হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত দেশে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ জানিয়েছে, আগামী ৭ থেকে ৮ দিনের মধ্যেই এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com