ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০১:০১ এএম, ২৭ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

রাশেদ খাঁনের পদত্যাগ যা জানালেন গণঅধিকারের নূর

প্রকাশিত : ০১:০১ এএম, ২৭ ডিসেম্বর ২০২৫

সংগৃহীত

নিউজ ডেস্ক :

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন দলীয় পদ থেকে পদত্যাগ করে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন—এ তথ্য নিশ্চিত করেছেন দলটির সভাপতি নুরুল হক নুর।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নুরুল হক নুর জানান, রাশেদ খাঁন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন থেকে প্রার্থী হতে যাচ্ছেন।

তিনি আরও বলেন, রাশেদ খাঁনের পদত্যাগের ফলে শূন্য হওয়া সাধারণ সম্পাদক পদে খুব শিগগিরই একজনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হবে।

এদিকে, নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে নুরুল হক নুর জানিয়েছেন, তিনি নিজে গণঅধিকার পরিষদের দলীয় প্রতীক ট্রাক মার্কায় নির্বাচনে অংশ নেবেন। তিনি পটুয়াখালী-৩ আসন থেকে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই গণঅধিকার পরিষদ থেকে রাশেদ খাঁনের পদত্যাগের বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। এ প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, নির্বাচনে জয়ের কৌশল হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় বিএনপি, গণঅধিকার পরিষদসহ প্রায় ৪২টি রাজনৈতিক দল ও জোট এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনে যুক্ত ছিল। সেই সময় থেকেই আন্দোলন-পরবর্তী রাষ্ট্র সংস্কার, নির্বাচন এবং ভবিষ্যৎ জাতীয় সরকার গঠনের বিষয়ে পারস্পরিক আলোচনা চলছিল।

নুরুল হক নুর আরও বলেন, বর্তমান আরপিও অনুযায়ী জোটবদ্ধ হলেও প্রার্থীদের নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হয়। ফলে সব আসনে সব দলের পক্ষে জয়লাভ সম্ভব হয় না। এ কারণে যুগপৎ আন্দোলনের শরিক অনেক দল নির্বাচনী কৌশল হিসেবে বিএনপির প্রাথমিক সদস্যপদ নিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছে।তিনি জানান, এই সমন্বয়ের অংশ হিসেবেই রাশেদ খাঁনকে ঝিনাইদহ-৪ আসন থেকে ধানের শীষে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সে কারণেই তিনি গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করছেন।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com