শোক ও সংহতি সমাবেশে বক্তব্য দিচ্ছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, গত ১৩ বছর ধরে চাঁদাবাজ ও দুর্নীতিবাজরা জনগণকে শুধু ট্রেলার দেখিয়েছে, আসল ছবি এখনও বাকি রয়েছে। সেই পিকচার জনগণ দেখবে নির্বাচনের পর।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে শহরের কিং কমিউনিটি সেন্টারে গণতান্ত্রিক সংস্কার জোটের উদ্যোগে বিপ্লবী ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে আয়োজিত শোক ও সংহতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, আগামীর নির্বাচন হতে হবে সংস্কারের পক্ষে, আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে। তিনি অভিযোগ করে বলেন, কিছু রাজনৈতিক দল নিজেদের দলীয় প্রতীক বিলুপ্ত করে একীভূত হওয়ার পথে হাঁটছে, যা তাদের নিজ দলের সঙ্গেই অন্যায়। একটি আসনের জন্য দল ভেঙে ফেলা রাজনৈতিক নৈতিকতার পরিপন্থী। আমরা চেয়েছিলাম ব্যালট বিপ্লব, কিন্তু এখন কিছু দল বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে। এজন্য অন্যায়ের বিরুদ্ধে ও ইনসাফের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যেতে হবে।
প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশ ইতোমধ্যে ভবিষ্যতে কারা ক্ষমতায় আসতে পারে, সে চিন্তায় গুলশান-পল্টনে দৌড়ঝাঁপ শুরু করেছে। দীর্ঘদিন ধরে প্রত্যাশিত নির্বাচনকে ঘিরে নানামুখী ষড়যন্ত্র চলছে, এমনকি দেশের বাইরে বসেও ষড়যন্ত্রের জাল বিস্তার করা হচ্ছে।
তিনি আরও বলেন, একটি সুষ্ঠু নির্বাচনে প্রশাসন ও পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু বিগত তিনটি নির্বাচনে আমরা দেখেছি, তারা রেফারি না হয়ে নিজেরাই খেলোয়াড়ে পরিণত হয়েছিল। এর খেসারত জাতিকে দিতে হয়েছে এবং ভবিষ্যতেও দিতে হতে পারে। পক্ষপাতদুষ্ট পুলিশ দিয়ে কখনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।
হাসনাত আবদুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা নির্বাচন ম্যানিপুলেট করার চেষ্টা করবে, তাদের পরিণতি বেনজির বা ওসি প্রদীপের মতো হতে পারে। গুলির মুখ থেকে ফিরে আসা মানুষকে ভয় দেখিয়ে লাভ নেই। তরুণ প্রজন্ম আর চুপ করে বসে থাকবে না।
পুলিশ ও প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা রেফারি ও আম্পায়ারের ভূমিকা পালন করবেন, খেলোয়াড় হতে আসবেন না। অন্যথায় জুলাইয়ের মতো গণআন্দোলন ও জনরোষ আবারও ফিরে আসতে পারে। মধ্যরাতে কন্ট্রোল লটারির মাধ্যমে ডিসি-এসপি নিয়োগের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আচরণ নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। ইতোমধ্যে তারা একটি বিশেষ দলের পক্ষ নিয়ে মাঠে নামার চেষ্টা করছে। নির্বাচন কমিশনকে আহ্বান জানাই— যেসব ডিসি, এসপি ও ইউএনও পক্ষপাতমূলক আচরণ করছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
শহীদ ওসমান হাদি প্রসঙ্গে বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনির বক্তব্যের প্রতিবাদ জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, যারা হাদি ভাই বা ইনকিলাব মঞ্চের নাম উচ্চারণ করতেও অস্বস্তি বোধ করেন, যারা জানেন না জেন–জির সঙ্গে হাদির সম্পর্ক কী— তাদের কাছে হাদি শুধু একটি নামমাত্র বিষয়। এমন বক্তব্য জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে গেছে। এজন্য নিলুফার চৌধুরী মনিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান ও ফেনী-২ আসনের দলীয় প্রার্থী মজিবুর রহমান মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, এবি পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল এবং এনসিপির জেলা কমিটির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত।
এবি পার্টি ফেনী জেলা কমিটির আহ্বায়ক মাস্টার আহছান উল্ল্যাহর সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন এনসিপির জেলা কমিটির সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক ও এবি পার্টির সদস্য সচিব অধ্যাপক ফজলুল হক।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com