লন্ডন থেকে হায়দ্রাবাদগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকির পর ভারতের রাজিব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়।
লন্ডন থেকে ভারতের হায়দ্রাবাদগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়ার পর যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বিমানটি ভারতের রাজিব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।
মঙ্গলবার দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, লন্ডন থেকে যাত্রা করা ওই ফ্লাইটটির বিষয়ে এয়ারপোর্ট কাস্টমার সাপোর্ট সার্ভিসের ই-মেইলে একটি হুমকিমূলক বার্তা পাঠানো হয়। অজ্ঞাতপরিচয় ব্যক্তি ওই বার্তায় বোমা হামলার হুমকি দেন।
সোমবার হিথরো বিমানবন্দর থেকে উড্ডয়নের আগমুহূর্তে হুমকির তথ্য পাওয়ার পরই ভারতীয় কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা জারি করে। বিমানটি ভারতের আকাশসীমায় প্রবেশের পর নির্ধারিত নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে অবতরণের পর তল্লাশি চালানো হয়। তবে তল্লাশিতে কোনো ধরনের বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।
এদিকে একই রাতে নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে হায়দ্রাবাদগামী আরেকটি ফ্লাইটেও অনুরূপ হুমকি আসে। সেটিও বাড়তি নিরাপত্তার মধ্যে ভারতে নিরাপদে অবতরণ করে।
ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দর ও সংশ্লিষ্ট সব সংস্থাকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো ধরনের সন্ত্রাসী হুমকি মোকাবিলায় তারা সম্পূর্ণভাবে প্রস্তুত।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com