সংগ্রহীত
দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলীয়ভাবে তাকে স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি।
দলীয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে তারেক রহমান ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও যুগ্ম সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় পর্যায়ের আরও কয়েকজন নেতা।
বিএনপি নেতারা জানান, এটি কোনো আনুষ্ঠানিক সংবর্ধনা নয়। দলীয় শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা বিবেচনায় সীমিত পরিসরে এই বরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। বিমানবন্দরের ভেতরে নির্ধারিত ভিআইপি এলাকায় সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা জানানো হবে।
দলীয় সূত্র আরও জানায়, বিমানবন্দর থেকে তারেক রহমান সরাসরি রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় নির্ধারিত গণসংবর্ধনার মঞ্চে যাবেন। সেখানে তিনি দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এরপর তিনি তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে এভারকেয়ার হাসপাতালে যাবেন।
বিএনপির শীর্ষ নেতারা মনে করছেন, তারেক রহমানের এই প্রত্যাবর্তন কেবল ব্যক্তিগত নয়, বরং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এতে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে তারা আশাবাদী।
উল্লেখ্য, ২০০৮ সালে উন্নত চিকিৎসার জন্য বিদেশে গমন করার পর দীর্ঘ সময় লন্ডনে অবস্থান করেন তারেক রহমান। প্রায় ১৭ বছর পর তার দেশে ফেরা দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com