দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি জানান, বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান। দেশে পৌঁছানোর পর তিনি রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন এবং সেখানে নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন।
সংবাদ সম্মেলনে বিমানবন্দর থেকে ৩০০ ফিটের সভাস্থলে যাওয়ার নির্ধারিত পথের ম্যাপও প্রকাশ করা হয়। ঘোষিত রুট অনুযায়ী, তারেক রহমান রানওয়ে থেকে ভিআইপি গেট ব্যবহার করে ৮ নম্বর গেট দিয়ে বের হবেন। এরপর বেবিচক ভবনের পাশ দিয়ে বাম দিকে জসিম উদ্দীন ইউটার্ন নিয়ে বিমানবন্দর স্টেশন হয়ে খিলক্ষেত ফ্লাইওভার অতিক্রম করে ৩০০ ফিট সড়কের সভাস্থলে পৌঁছাবেন।
বিএনপি সূত্র জানায়, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ৮ নম্বর গেট ও ক্যান্টিন গেটে দুটি মিডিয়া বুথ স্থাপন করা হবে। নির্ধারিত মিডিয়া পাস ছাড়া কোনো গণমাধ্যমকর্মীকে বিমানবন্দর এলাকায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
উল্লেখ্য, ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর দীর্ঘ সময় তিনি সেখানেই অবস্থান করেন। এ সময়ে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান কয়েক দফা দেশে এলেও তারেক রহমান দেশে ফিরতে পারেননি। অবশেষে দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার তিনি আবার দেশের মাটিতে ফিরছেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com