ঢাকা, ২৪ ডিসেম্বর, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত : ০৬:০৬ এএম, ২৪ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

পটুয়াখালী-২ আসনে জামায়াত প্রার্থী শফিকুল ইসলাম মাসুদের মনোনয়ন সংগ্রহ

প্রকাশিত : ০৬:০৬ এএম, ২৪ ডিসেম্বর ২০২৫

মনোনয়নপত্র সংগ্রহ করছেন জামায়াত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ

নিজস্ব প্রতিবেদক :

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তিনি বাউফল উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র নেন।

মনোনয়ন সংগ্রহের পর বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনকে তারা উৎসবমুখর পরিবেশে আয়োজন করতে চান। তার ভাষায়, তিনি যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, সেটি শুধু ব্যক্তিগত বা দলীয় নয়, বরং বাউফলের সাধারণ ভোটারদের পক্ষ থেকেই নেওয়া। ভোটাররাই এই মনোনয়নের প্রকৃত মালিক এবং তারাই নিজেদের বিজয় নিশ্চিত করবেন বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

নিজের রাজনৈতিক জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, অতীতে তার বিরুদ্ধে বিপুলসংখ্যক মামলা দেওয়া হয়েছে এবং দীর্ঘদিন রিমান্ডে রেখে তাকে শারীরিকভাবে অক্ষম করার চেষ্টা করা হয়েছিল। তিনি জানান, এক সময় তাকে হুইলচেয়ারে জীবনযাপন করতে হয়েছে এবং পরিবারের সদস্যকেও হারাতে হয়েছে। এমনকি তাকে গুম ও ক্রসফায়ারের পরিকল্পনাও করা হয়েছিল বলে তিনি দাবি করেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আল্লাহ তায়ালা তাকে যে জীবন দান করেছেন, তা তিনি বাউফলবাসীর কল্যাণে উৎসর্গ করতে চান। তিনি বাউফলের জনগণের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং তাদের সেবক হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তার মতে, এবার নির্বাচনে প্রকৃত অর্থে বাউফলবাসীকেই সংসদ সদস্য বানানো হবে।

এ বিষয়ে বাউফলের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাউফল আসন থেকে ইতোমধ্যে দুইজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম চলবে।

এ সময় পটুয়াখালী জেলা জামায়াতের আমির নাজমুল আহসান ও সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারীসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ আসনে শফিকুল ইসলাম মাসুদের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপির শহীদুল আলম তালুকদার এবং ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) মুজাহিদুল ইসলাম শাহিন নির্বাচনী মাঠে রয়েছেন।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com