ঢাকা, ২৪ ডিসেম্বর, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত : ০৫:১৮ এএম, ২৪ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

রিকশায় করে ডিসি কার্যালয়ে গিয়ে মনোনয়ন কিনলেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াত প্রার্থী আমির হামজা

প্রকাশিত : ০৫:১৮ এএম, ২৪ ডিসেম্বর ২০২৫

রিকশায় করে ডিসি কার্যালয়ে প্রবেশ করছেন আমির হামজা

নিজস্ব প্রতিবেদক :

রিকশায় চড়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আমির হামজা। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রিকশাযোগে তিনি ডিসি কার্যালয়ে পৌঁছান। এ সময় তার সঙ্গে অল্পসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিতর্কিত বক্তব্যের কারণে একসময় আলোচনায় থাকা ইসলামী বক্তা ও জামায়াত নেতা আমির হামজাকে সম্প্রতি অনেকটাই নীরব দেখা যাচ্ছে। গণমাধ্যমেও তাকে আগের মতো সরব থাকতে দেখা যায়নি। আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কা রয়েছে—এমন কর্মকাণ্ড থেকেও তিনি নিজেকে দূরে রাখার চেষ্টা করছেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এদিন রিকশাযোগে ডিসি কার্যালয়ে এসে আবারও সংবাদকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

মনোনয়ন ফরম সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আমির হামজা বলেন, “অনেকে চায় নির্বাচন পিছিয়ে যাক এবং দেশ অন্যের হাতে চলে যাক। নির্বাচিত সরকার না থাকলে কী হয়, তা আমরা আগেও দেখেছি। তাই ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন হবে বলেই আমি আশাবাদী।”

তিনি আরও বলেন, “আমরা দীর্ঘদিন ধরেই মাঠে কাজ করছি। নির্বাচনের পরিবেশ যদি এভাবেই থাকে, তাহলে বিজয়ের ব্যাপারে আমরা আশাবাদী।”

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন, সহকারী সেক্রেটারি মাজহারুল হক মমিন ও খায়রুল ইসলাম রবিন, কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা শরিফুল ইসলাম, সেক্রেটারি ডা. রায়হান আলী, জেলা কর্মপরিষদ সদস্য হামিদুর রহমান বোরহান ও আলী মুজাহিদ।

এছাড়াও কুষ্টিয়া শহর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মোহাম্মদ আবু ইউসুফ, সাবেক সভাপতি সেলিম রেজাসহ জামায়াত ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com