ঢাকা, ২৪ ডিসেম্বর, ২০২৫
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত : ০৩:২১ এএম, ২৪ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা বাড়লে আসাম বাংলাদেশের অংশ হয়ে যেতে পারে: হিমন্ত বিশ্ব শর্মা

প্রকাশিত : ০৩:২১ এএম, ২৪ ডিসেম্বর ২০২৫

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

ডেস্ক রিপোর্ট :

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা বৃদ্ধি পেলে রাজ্যটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার মতে, জনসংখ্যার এই ধারা অব্যাহত থাকলে একসময় আসাম স্বয়ংক্রিয়ভাবেই বাংলাদেশের অংশ হয়ে যেতে পারে। এই মন্তব্য নতুন করে সীমান্ত ও অভিবাসন ইস্যুতে বিতর্ক তৈরি করেছে।

মঙ্গলবার একটি সরকারি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আসামে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা যদি আরও ১০ শতাংশ বৃদ্ধি পায়, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তার ভাষায়, “এমন হলে আসাম স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে যাবে।” তিনি দাবি করেন, গত পাঁচ বছর ধরেই তিনি বিষয়টি নিয়ে ধারাবাহিকভাবে সতর্কবার্তা দিয়ে আসছেন।

বাংলাদেশের এক নেতার উত্তর-পূর্ব ভারত নিয়ে করা মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে আসামের জনসংখ্যার প্রায় ৪০ শতাংশই বাংলাদেশি বংশোদ্ভূত। এই সংখ্যা আরও বাড়লে রাজ্যের অস্তিত্ব সংকটে পড়তে পারে বলেও তিনি মন্তব্য করেন।

এনডিটিভির এক প্রতিবেদনের তথ্যমতে, চলতি মাসের শুরুতে বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর একটি মন্তব্য নিয়ে ভারতের গণমাধ্যমে ব্যাপক আলোচনা হয়। সেখানে তিনি বলেন, ভারত যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে বাংলাদেশের উচিত ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে রাখা এবং ওই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে সহায়তা দেওয়া।

হাসনাত আবদুল্লাহ আরও দাবি করেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চল ভৌগোলিকভাবে ঝুঁকিপূর্ণ, কারণ অঞ্চলটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগের জন্য সংকীর্ণ শিলিগুড়ি করিডরের ওপর নির্ভরশীল, যা ‘চিকেনস নেক’ নামে পরিচিত।

এই বক্তব্যের প্রতিক্রিয়ায় হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার হুমকি ভারত কখনোই মেনে নেবে না। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের বক্তব্য অব্যাহত থাকলে দিল্লি আর নীরব থাকবে না।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ভারত একটি বৃহৎ দেশ, পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। তার অভিযোগ, বাংলাদেশের জনগণের মধ্যে ভারতের বিষয়ে ভুল ধারণা তৈরি করা হচ্ছে। তিনি স্পষ্ট করে জানান, ভারতের বিরুদ্ধে এমন মনোভাব বা হুমকির জবাব দেওয়া হবে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com