সামাজিক মাধ্যমে বিতর্কিত মন্তব্য করা ভারতের সাবেক সেনা কর্মকর্তা কর্ণেল (অব.) অজয় কে রায়না
ভারতের সাবেক সেনা কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক কর্ণেল (অব.) অজয় কে রায়নার একটি টুইট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। টুইটে তিনি ইনকিলাব মঞ্চের নেতা হাদির পরবর্তী লক্ষ্য হিসেবে হাসনাত আব্দুল্লাহর নাম উল্লেখ করেছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, কর্ণেল (অব.) অজয় কে রায়না প্রকাশ্যে সহিংসতার ইঙ্গিত দিয়ে কোথায় গুলি করা উচিত, সে সম্পর্কেও মন্তব্য করেন। বিষয়টি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রকাশিত হওয়ায় একে ‘ওপেন ডেথ থ্রেট’ হিসেবে দেখছেন অনেকে। প্রশ্ন উঠেছে—এ ধরনের বক্তব্যের দায় কি ভারতীয় কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা এড়াতে পারেন?
সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্টটি প্রকাশের পরপরই তা ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়। বাংলাদেশের একাধিক প্রভাবশালী মিডিয়া হ্যান্ডলার ও রাজনৈতিক বিশ্লেষক মন্তব্য করেছেন, এটি কেবল বক্তব্য নয়, বরং বাংলাদেশি রাজনৈতিক মুখগুলোর বিরুদ্ধে সরাসরি হত্যার হুমকির শামিল। কেউ কেউ ইনকিলাব মঞ্চের হাদির ওপর সাম্প্রতিক হামলার সঙ্গে এই বক্তব্যের সম্ভাব্য যোগসূত্রের কথাও উত্থাপন করেছেন।
এ বিষয়ে কর্ণেল (অব.) অজয় কে রায়নার প্রতিক্রিয়া জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে অপর একটি গণমাধ্যমকে দেওয়া সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বিষয়টিকে তুচ্ছ করে উল্লেখ করেন। তার ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টকে কেন্দ্র করে এতটা সংবেদনশীল হওয়ার প্রয়োজন নেই। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, বাংলাদেশের উচিত ভারতীয় নিরাপত্তা ইস্যুতে অতিরিক্ত প্রতিক্রিয়া না দেখানো, নচেৎ উত্তেজনা আরও বাড়তে পারে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে—আন্তর্জাতিক পরিসরে প্রকাশ্যে সহিংসতার ইঙ্গিতপূর্ণ বক্তব্য কি আঞ্চলিক স্থিতিশীলতা ও দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন করে চাপ সৃষ্টি করবে কি না।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com