ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন (আলফাডাঙ্গা-মধুখালী-বোয়ালমারী) থেকে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক ঢাকা টাইমস-এর সম্পাদক মো. আরিফুর রহমান দোলন। এর পর নিজের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হুমকির আশঙ্কা করে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
রোববার (১৪ ডিসেম্বর) রমনা থানায় তিনি জিডি করেন।
জিডিতে আরিফুর রহমান বলেন, তপশিল ঘোষণার পর তিনি ফরিদপুর-১ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করেন। এরপর থেকেই তার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার ও ভয়ভীতি দেখানোর ঘটনা ঘটছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক পোস্ট ও মন্তব্যের মাধ্যমে তাকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
আরিফুর রহমান দোলন জিডিতে উল্লেখ করেন, তিনি একজন পেশাদার সাংবাদিক এবং সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সব সময় অহিংস নীতিতে বিশ্বাসী। অতীতে কিংবা বর্তমানে কোনো সহিংস বা নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা নেই।
এই সিনিয়র সাংবাদিক আশঙ্কা প্রকাশ করে বলেন, যে কোনো সময় তার বা তার শুভাকাঙ্ক্ষীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা বা বড় ধরনের ক্ষতির চেষ্টা হতে পারে। সে কারণে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেটি আমলে নেওয়ার জন্য বিষয়টি সাধারণ ডায়েরি হিসেবে লিপিবদ্ধ করা প্রয়োজন।
রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাহাত খান বলেন, আবেদনটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com