সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেন ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বাধীন ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল।
বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সামনে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ও তিন দফা দাবি তুলে ধরেন সাদিক কায়েম। এ সময় তার পাশে দাঁড়িয়ে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনটি মূল দাবি উত্থাপন করেন তিনি। এর মধ্যে অন্যতম হলো: আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করা। নিষিদ্ধ সংগঠনের সব সন্ত্রাসীকে ‘গ্রেফতার’ ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে সরকারের কোনো প্রকার অবহেলা সহ্য করা হবে না।’
সাদিক কায়েম আরও বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ হিসেবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার কার্যকর করতে হবে। যতক্ষণ অভিযুক্তদের ফেরত না দেয়া হচ্ছে, ততক্ষণ ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি। খুনি হাসিনা ও তার দোসরদের আশ্রয় দিয়ে দিল্লি বাংলাদেশকে উত্তপ্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন ঢাবি ভিপি।
উপদেষ্টাদের পদত্যাগের হুঁশিয়ারি দিয়ে সাদিক কায়েম স্পষ্টভাবে বলেন, ‘যদি ৪৮ ঘণ্টার মধ্যে দাবির দৃশ্যমান উন্নতি না হয়, তবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমসহ আইন ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।’
তিনি জানান, তিন দফা দাবি দ্রুত কার্যকর না হলে জুলাইয়ের চেয়েও শক্তিশালী গণআন্দোলন গড়ে তোলা হবে এবং জুলাইয়ের বিপ্লবকে পূর্ণাঙ্গ রূপ দিতে লড়াই অব্যাহত থাকবে