ঢাকা, ১৪ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৬:৪১ এএম, ১৩ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

রিজভীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন ভিপি সাদিক কায়েম

প্রকাশিত : ০৬:৪১ এএম, ১৩ ডিসেম্বর ২০২৫

ছবি : সংগৃহীত।

নিউজ ডেস্ক :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার পর একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিটিতে অভিযুক্ত শ্যুটারের সঙ্গে ডাকসু ভিপি সাদিক কায়েমকে চা খেতে দেখা যায়। বিষয়টি নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এক সমাবেশে বক্তব্য দেন।

তবে ছবিটি এআই জেনারেটেড এবং আওয়ামী প্রোপাগান্ডা সেল কর্তৃক প্রচারিত বলে দাবি করে রুহুল কবীর রিজভীর কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন সাদিক কায়েম।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টা ৪১ মিনিটে নিজের ফেসবুক পোস্টে সাদিক কায়েম লেখেন,
“আওয়ামী প্রোপাগান্ডা সেল কর্তৃক প্রচারিত এআই জেনারেটেড ছবিকে সত্য ধরে নিয়ে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টাকারীর সঙ্গে আমাকে জড়িয়ে যে অপতথ্য ছড়িয়েছেন, তা কোনোভাবেই দায়িত্বশীল আচরণ নয়।”

তিনি আরও বলেন,
“যারা আগামীর বাংলাদেশ গড়ার আশ্বাস নিয়ে জনগণের কাছে যাচ্ছেন, তারা যদি সংকটকালে সত্য যাচাই না করে আওয়ামী-নির্ভর অপতথ্যকে ফ্যাক্ট হিসেবে গ্রহণ করেন, তাহলে ভবিষ্যৎ দেশ পরিচালনার সক্ষমতা নিয়েই জনমনে প্রশ্ন তৈরি হয়।”

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com