ঢাকা, ১৪ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১০:৪৬ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

নির্বাচন বন্ধ করাই আমাদের লক্ষ্য, আন্দোলন সহিংস হতে পারে: ভারতীয় গণমাধ্যমে জয়

প্রকাশিত : ১০:৪৬ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৫

ছবি : সংগৃহীত।

নিউজ ডেস্ক :

বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকা অবস্থায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ছেলে ও সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় নির্বাচন ও সম্ভাব্য আন্দোলন নিয়ে মন্তব্য করেছেন।

ভারতের একটি প্রভাবশালী সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন, আওয়ামী লীগ নির্বাচন বন্ধের দাবিতে আন্দোলনে নামতে পারে এবং সেই আন্দোলন ঢাকাকে কেন্দ্র করে সহিংসতায় রূপ নিতে পারে।

সাক্ষাৎকারে তিনি বলেন,
“এই মুহূর্তে আমাদের লক্ষ্য হলো নির্বাচন বন্ধ করা।”
তিনি আরও দাবি করেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নির্বাচন ঘিরে শান্তিপূর্ণ প্রতিবাদের সম্ভাবনা কম এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে।

জয়ের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিরাপত্তা বিশ্লেষক ও রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি অংশ উদ্বেগ প্রকাশ করছেন। তাঁদের মতে, সাম্প্রতিক কিছু সহিংস ঘটনা, হামলার অভিযোগ ও নাশকতার আশঙ্কা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। তবে এসব ঘটনার পেছনে কারা জড়িত—সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক তদন্ত বা নিশ্চিত তথ্য প্রকাশ হয়নি।

জয়ের বক্তব্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধী দলগুলো এ মন্তব্যকে নির্বাচন প্রক্রিয়া নিয়ে উদ্বেগজনক ইঙ্গিত হিসেবে দেখছে এবং বিষয়টিকে গণতান্ত্রিক পরিবেশের জন্য নেতিবাচক বলে মন্তব্য করছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনপূর্ব সময়ে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বদের এমন বক্তব্য পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে। তাঁদের মতে, এতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে দলটির একাধিক নেতা অনানুষ্ঠানিকভাবে দাবি করেছেন, নির্বাচন ঘিরে সৃষ্ট রাজনৈতিক সংকটের জন্য সরকারের সিদ্ধান্ত ও প্রশাসনিক ব্যবস্থাপনাই দায়ী।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক পরিস্থিতি ইতিমধ্যেই উত্তপ্ত। এই প্রেক্ষাপটে বিদেশি গণমাধ্যমে দেওয়া সজীব ওয়াজেদ জয়ের মন্তব্য পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা ও উদ্বেগ তৈরি করেছে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com