ছবি : সংগৃহীত।
গণতন্ত্রের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে এখনো নানা ধরনের চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যারা দেশের জন্ম ও স্বাধীনতাকে অস্বীকার করেছে, তাদের বিশ্বাস করার কোনো কারণ নেই।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা দলের আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন,
“ষড়যন্ত্র ও চক্রান্ত করে কোনো দিন সাফল্য অর্জন করা যায় না। চক্রান্তের কাছে মাথা নত না করে জনগণের ঐক্যের মাধ্যমে নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন,
“যারা দেশের জন্ম ও স্বাধীনতাকে অস্বীকার করেছে, তাদের বিশ্বাস করার কোনো কারণ নেই। দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যাকারীদের ক্ষমা করারও কোনো যুক্তি থাকতে পারে না। ফ্যাসিবাদের পতন ঘটিয়ে আবার নতুন ফ্যাসিবাদকে মাথাচাড়া দিতে দেওয়া যাবে না।”
বিএনপি মহাসচিব বলেন,
“ধানের শীষকে বেছে নিয়ে দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে—এমন বিশ্বাস আমাদের আছে। এই দেশে জোর করে কিছু চাপিয়ে দেওয়া যাবে না।”
তিনি অভিযোগ করেন, প্রতিহিংসামূলক রাজনীতি এখনো চলছে এবং পরাজিত শক্তি পলাতক অবস্থায় থেকেও সহিংসতা ও হত্যাচেষ্টার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
এ সময় তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। তার আগমন উপলক্ষে উদ্বেগের মধ্যেও বিএনপি অনুপ্রাণিত বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি তারেক রহমানের আগমনে দলীয় নেতাকর্মীদের নজিরবিহীন সংবর্ধনার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com