ঢাকা, ১৪ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১২:৩১ এএম, ১৪ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

সায়েরের চাঞ্চল্যকর তথ্য: হাদির ওপর হামলাকারী ভারতে পালিয়ে গেছেন

প্রকাশিত : ১২:৩১ এএম, ১৪ ডিসেম্বর ২০২৫

ছবি : সংগৃহীত।

নিউজ ডেস্ক :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় জড়িত মূল শ্যুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী বাইকচালক আলমগীর হোসেন বর্তমানে ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরে অবস্থান করছেন বলে দাবি করেছেন আল-জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

পোস্টে জুলকারনাইন সায়ের জানান, ১২ ডিসেম্বর সন্ধ্যায় সীমান্ত পাড়ি দিয়ে তারা ভারতে প্রবেশ করেন—এমন তথ্য নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে বলে তার দাবি। বর্তমানে তারা আসামের গুয়াহাটি শহরে অবস্থান করছেন।

তিনি আরও দাবি করেন, ভারতে অবস্থানকালে তাদের সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মাসুদুর রহমান বিপ্লব। তার তত্ত্বাবধানেই অভিযুক্তরা ভারতে অবস্থান করছেন বলে পোস্টে উল্লেখ করা হয়।

হাদির ওপর হামলার বিষয়ে সায়ের বলেন,
“নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, অত্যন্ত পরিকল্পিতভাবে এই আক্রমণটি করা হয়েছে এবং একই ধরনের আরও হামলার পুনরাবৃত্তির জন্য একাধিক হিট টিম প্রস্তুত রাখা হয়েছে।”

পোস্টে আরও বলা হয়, মূল শ্যুটার ফয়সাল করিম মাসুদ তার ঘনিষ্ঠদের কাছে দাবি করেছেন—ব্যবহৃত অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় তিনি কেবল একটি গুলি ছুড়তে সক্ষম হন। তার পরিকল্পনা ছিল চারটি গুলি করার।

জুলকারনাইন সায়েরের পোস্ট অনুযায়ী, সূত্র আরও দাবি করেছে—ফয়সালের মতোই আরেক অস্ত্রধারী ক্যাডার হিসেবে চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মো. সাজ্জাদের নামও আলোচনায় রয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের মুরাদপুরে ফয়সাল আহমেদ শান্ত হত্যার মামলায় চলতি বছরের ১৩ মে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার হন। পরে ২৯ জুলাই সুপ্রিম কোর্ট থেকে জামিনে মুক্তি পান।

পোস্টে জুলকারনাইন সায়ের মন্তব্য করেন,
“কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যেসব অস্ত্রধারী ক্যাডার বিভিন্ন মামলায় জামিনে মুক্ত রয়েছেন, তাদের প্রত্যেকের বর্তমান অবস্থান ও কর্মকাণ্ড অনতিবিলম্বে যাচাই করা জরুরি।”

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলো যাচাই-বাছাই সাপেক্ষ বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com