ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৫:৪১ এএম, ১৪ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

জামায়াত ও ছাত্রসংঘ পাকিস্তানি বাহিনীর কাছে বুদ্ধিজীবীদের তালিকা দিয়েছিল: আমজনতার তারেক

প্রকাশিত : ০৫:৪১ এএম, ১৪ ডিসেম্বর ২০২৫

ছবি : সংগৃহীত।

নিউজ ডেস্ক :

আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান অভিযোগ করেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ছাত্রসংঘ পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে বুদ্ধিজীবীদের একটি তালিকা সরবরাহ করেছিল, যার ভিত্তিতেই পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়।

রোববার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর স্মৃতিসৌধ এলাকায় এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন,
“পাকিস্তানি সেনা কর্মকর্তা রাও ফরমান আলীর ডায়রিতে যে বুদ্ধিজীবীদের তালিকা পাওয়া যায়, সেটি হঠাৎ তৈরি হয়নি। এই তালিকা প্রণয়নে জামায়াত ও তাদের সহযোগী ছাত্রসংঘের সরাসরি ভূমিকা ছিল। ওই তালিকার নামগুলোর সঙ্গেই মিল রেখে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানরা শহীদ হয়েছেন।”

তিনি আরও অভিযোগ করেন, একটি মহল এখনো সেই ইতিহাস আড়াল করার চেষ্টা করছে।
“পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের অপরাধ লঘু করতে গিয়ে ভিন্ন রাষ্ট্র বা ভিন্ন শক্তিকে দায়ী করার ন্যারেটিভ ছড়ানো হচ্ছে, যা মুক্তিযুদ্ধের ইতিহাসের চরম বিকৃতি”—বলেন তিনি।

আমজনতা দলের এই নেতা বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস শোক ও আত্মসমালোচনার দিন।
“কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখছি, কিছু গোষ্ঠী এই দিনেও ইতিহাস বিকৃতির চেষ্টা করছে। এটি শুধু শহীদদের অবমাননা নয়, জাতির সঙ্গেও প্রতারণা।”

তিনি আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের সদস্যরা আজও সেই নৃশংসতার স্মৃতি বহন করছেন এবং তাদের ত্যাগের ইতিহাস অস্বীকার করার কোনো সুযোগ নেই।

মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা বন্ধে রাষ্ট্রকে আরও দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তি ও সংগঠনগুলোর ভূমিকা নিয়ে গবেষণা জোরদার করা, প্রামাণ্য দলিল সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরা জরুরি।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com