ছবি : সংগৃহীত।
সব ধরনের ষড়যন্ত্র ব্যর্থ করে দেশে যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের জনগণ সকল চক্রান্ত নস্যাৎ করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে।
রোববার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন,
“আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়া—তিনি অসুস্থ থাকায় উপস্থিত থাকতে পারেননি—এবং বিএনপির সব নেতাকর্মীদের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। শহীদ বুদ্ধিজীবীদের দেখানো পথ অনুসরণ করে আমরা সব ষড়যন্ত্র ব্যর্থ করে নতুনভাবে বাংলাদেশ গড়ে তুলতে চাই।”
এ সময় বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ ছাড়া যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, তাঁতীদল ও কৃষকদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com