ঢাকা, ১২ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১০:৪৪ এএম, ১১ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

রাজশাহীতে গর্তে পড়া শিশু সাজিদ ৩২ ঘণ্টা পর উদ্ধার

প্রকাশিত : ১০:৪৪ এএম, ১১ ডিসেম্বর ২০২৫

ছবি : সংগৃহীত।

নিউজ ডেস্ক :

রাজশাহীর তানোরে অরক্ষিত নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে অবশেষে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, উদ্ধারের পর শিশুটির শারীরিক পরীক্ষা–নিরীক্ষা চলছে। তবে সে বেঁচে আছে কিনা—তা এখনো নিশ্চিত করা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা আশাবাদী।

কীভাবে ঘটল দুর্ঘটনা

বুধবার দুপুরে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা।
মা ও ভাইকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের একটি জমি পার হচ্ছিল সাজিদ। জমিটি খড় দিয়ে ঢাকা ছিল, আর খড়ের নিচেই ছিল একটি অরক্ষিত গভীর নলকূপের গর্ত—যা তার মা জানতেন না। হাঁটার সময় হঠাৎ সাজিদ গর্তে পড়ে যায়।
পেছনে ‘মা মা’ চিৎকার শুনে ফিরে তাকিয়ে সন্তানকে না দেখে খড় সরাতেই বেরিয়ে আসে মৃত্যুকূপের মুখ

অরক্ষিত গর্ত নিয়েই স্থানীয়দের ক্ষোভ

স্থানীয়রা জানান, গত বছর এক ব্যক্তি এখানে গভীর নলকূপ স্থাপনের চেষ্টা করেছিলেন। ১২০ ফুট নিচেও পানি না পাওয়ায় পাইপটি পরে পরিত্যক্ত অবস্থায় খোলা মুখেই পড়ে থাকে।
বৃষ্টির কারণে গর্তের মুখ আরও বড় হয়েছে। কোনো ঢাকনা বা সতর্কতা না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ তাদের।

উদ্ধার অভিযান ও উদ্বেগ বাড়ানো পরিস্থিতি

ঘটনার পর থেকেই গর্তের পাশে ভিড় করেন হাজারো মানুষ। সারারাত নির্ঘুম অবস্থায় সন্তানকে ফিরে পাওয়ার আশায় অপেক্ষা করেন সাজিদের মা।
শুরুতে গর্তের ভেতর থেকে কিছু শব্দ শুনতে পাওয়া গেলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে আওয়াজ বন্ধ হয়ে যায়—যা উদ্ধারকর্মীদের আরও উদ্বেগে ফেলে।

ফায়ার সার্ভিস পুরো সময় অক্সিজেন সরবরাহ অব্যাহত রাখে। ঘটনাস্থলে ছিল মেডিকেল টিম ও স্থানীয় প্রশাসনও।

বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ—আগেই জানিয়েছিলেন দায়িত্বশীল কর্মকর্তা

এর আগেই সন্ধ্যায় লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেছিলেন, গভীর নলকূপে পড়ে যাওয়া শিশু সাজিদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ, তবে জীবিত বা মৃত—যে অবস্থায়ই হোক, তাকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান বন্ধ করা হবে না।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com