ছবি : সংগৃহীত।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ, মুগদা, মান্ডা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন দলের প্রার্থী তালিকা ঘোষণা করে তার মনোনয়ন নিশ্চিত করেন। এর আগে ডা. তাসনিম জারা এই আসনের জন্য প্রচারণা শুরু করে দেশ-বিদেশের মানুষের সহায়তা চেয়েছিলেন।
শনিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, দেশে নির্বাচনে আইন অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ ২৫ লাখ টাকা ব্যয় করতে পারেন, কিন্তু বাস্তবে প্রায় কোনো প্রার্থীই এই সীমা মানেন না। তিনি উল্লেখ করেন, শোনা যায় অনেক প্রার্থী ২০, ৫০ এমনকি ১০০ কোটি টাকা পর্যন্ত খরচ করেন, অথচ নির্বাচন কমিশনের কাছে গিয়ে মাত্র ২৫ লাখ টাকার হিসাব দেন। তার মতে, এতে সংসদ সদস্যদের যাত্রা শুরু হয় আইন ভেঙে ও মিথ্যা বলে।
তাসনিম জারা আরও লেখেন, তিনি এই “অসততা ও মিথ্যার রাজনীতি” করতে চান না। এনসিপি থেকে ঢাকা-৯ আসনে মনোনয়ন চেয়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আইন অনুমোদিত সীমার বাইরে তিনি এক টাকাও অতিরিক্ত খরচ করবেন না।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com