ছবি: সংগৃহীত
ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) এবং আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টির (জেপি) নেতৃত্বে ২০ দলের নতুন রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করেছে। নতুন এই জোটের নাম জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)।
সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ইমানুয়েলন্স পার্টি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জোটটির ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে নেতারা জানান, দেশের গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন, নাগরিক অধিকার, আইনের শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতেই এই নতুন জোটের যাত্রা শুরু হয়েছে। তারা বলেন, জাতীয় স্বার্থে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করাই এনডিএফের মূল লক্ষ্য।
নতুন এই জোটে যেসব রাজনৈতিক দল যুক্ত হয়েছে, সেগুলো হলো—জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় ইসলামিক মহাজোট, জাতীয় সংস্কার জোট, বাংলাদেশ লেবার পার্টি, স্বাধীন পার্টি, জাতীয় স্বাধীনতা পার্টি, বাংলাদেশ মানবাধিকার পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল, বাংলাদেশ জনকল্যাণ পার্টি, অ্যাপ্লায়েড ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি এবং বাংলাদেশ জাতীয় লীগ।
নেতারা আরও জানান, খুব শিগগিরই জোটের সাংগঠনিক কাঠামো, কর্মসূচি এবং রাজনৈতিক রূপরেখা প্রকাশ করা হবে। দেশের বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে এনডিএফ কার্যকর ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
বিভিন্ন দলের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবং নতুন এই জোটকে গণতান্ত্রিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com