ছবি : সংগৃহীত।
জামায়াতে ইসলামী মুখে বিপ্লবী স্লোগান তুললেও তাদের অন্তরে এখনো আওয়ামী লীগই লালন করে—এ কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে জাতীয় যুবশক্তির প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন বলেন, ডাকসুর নির্বাচন শেষ হওয়ার পর খুব দ্রুতই জামায়াতের ‘আসল চেহারা’ প্রকাশ পেতে শুরু করেছে। তার অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটকে হাতিয়ার বানিয়ে হেলিকপ্টারে সারা দেশে জামায়াতমুখী প্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব এমন হবে—এটা কখনোই ভাবিনি।”
বিএনপিকে নিয়েও কঠোর সমালোচনা করেন তিনি। তার ভাষায়, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশের রাজনৈতিক অব্যবস্থাপনার জন্য বিএনপি যেমন দায়ী, তেমনি বিএনপির দুর্বলতা ও ব্যর্থতাই গত ১৫ বছর ধরে শেখ হাসিনার শাসন টিকে থাকার অন্যতম কারণ। নাসীরুদ্দীনের মন্তব্য, “দেশের জন্য নতুন পথের প্রস্তাব আমরা তুলতেই তারা আবার ইতিহাস ঘেঁটে হাজির হলো। এবার দেখলাম মুক্তিযুদ্ধের কথা বলছে—যা তাদের মুখে খুব কমই শোনা যায়।”
তার মতে, আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের চেতনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে, জামায়াতও এখন ‘নতুন চেতনার ব্যবসা’ শুরু করেছে।
তিনি বলেন, “বাংলাদেশে চেতনা দেখিয়ে রাজনীতি হয় না। ২০০১–২০০৬ পর্যন্ত জামায়াতসহ নানা সেক্টরে দুর্নীতি হয়েছে। আগে এক প্লেটেই সবাই খেত, এখন প্লেট আলাদা হলেও পাতিল কিন্তু একই—দুর্নীতির দায়েও তাঁরা সমানভাবে জড়িত।”
নাসীরুদ্দীন অভিযোগ করেন যে, তাদের ভয় দেখানোর চেষ্টা হয় বিদেশ থেকে। “দেশে তো কেউ ভয় দেখায় না, ভয় দেখানো হয় লন্ডন থেকে। বাস্তবে কাউকে ভয় করি না, এ কারণেই অনলাইনে ভয় দেখানোর খেলাটা চলছে,” বলেন তিনি।
তিনি আরও দাবি করেন, ৩০০ গডফাদার দিয়ে জাতীয় সংসদ দখলের পরিকল্পনা চলছে। যারা দেশে ফিরতেও ভয় পায়, তাদের জনগণকে লাল কার্ড দেখানোর আহ্বান জানান এনসিপির এই নেতা।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com