ছবি: সংগৃহীত
সাত কলেজ শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, দাবির পক্ষে অবস্থান
সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। সোমবার সকাল থেকে শিক্ষা ভবনের পেছনের অংশে দুই শতাধিক শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেন। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন না হলে আমরা আন্দোলন থেকে সরে যাব না। রাতেও আমরা এখানে অবস্থান করেছি।” শিক্ষার্থী সুমাইয়া তাহমিন বলেন, “আমাদের দাবি মানতেই হবে, না হলে রাজপথ ছাড়ব না।”
গতকাল রবিবার সকালেও শিক্ষার্থীরা নিজ নিজ কলেজ থেকে মিছিল নিয়ে শিক্ষা ভবন মোড়ে অবস্থান করেছিলেন। পরে দুপুরে তারা শিক্ষা ভবনের সামনের সড়কে অবস্থান করেন এবং বিকেলে হাইকোর্ট মোড় অবরোধ করেন। এতে হাইকোর্ট মোড় থেকে প্রেস ক্লাব, গুলিস্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয় অভিমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা না হলে এবং সংশ্লিষ্ট অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com