সংগৃহীত
এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে শুরু হতে যাচ্ছে। পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, প্রতিবছর স্বাভাবিকভাবে ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও করোনা মহামারি ও পরবর্তী বিভিন্ন পরিস্থিতির কারণে গত কয়েক বছর ধরে নির্ধারিত সময়সূচি বজায় রাখা সম্ভব হয়নি।
চলতি বছর জাতীয় নির্বাচন ও পবিত্র রমজান মাসের সময় বিবেচনায় নিয়ে পরীক্ষার সূচি পিছিয়ে এপ্রিলের শেষ সপ্তাহে নেওয়ার সিদ্ধান্ত হয়। এরই মধ্যে পরীক্ষার্থীদের নির্বাচনি (টেস্ট) পরীক্ষা ও ফরম পূরণের কার্যক্রম শেষ হয়েছে। বর্তমানে প্রশ্নপত্র প্রণয়নসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে চূড়ান্ত প্রস্তুতি চলছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির সাংবাদিকদের বলেন, এসএসসি পরীক্ষার জন্য প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাঠপর্যায়ের কোনো বিশেষ অনুরোধ এলে ফরম পূরণের সময়সীমা এক থেকে দুই দিন বাড়ানো হতে পারে।
তিনি আরও জানান, আশা করা হচ্ছে আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যেই পরীক্ষাসংক্রান্ত পুরো প্রক্রিয়া চূড়ান্ত করা সম্ভব হবে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com