ঢাকা, ১০ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০১:৫৭ এএম, ০৯ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

একমাসের মাথায় ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ

প্রকাশিত : ০১:৫৭ এএম, ০৯ ডিসেম্বর ২০২৫

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

শান্তিচুক্তির একমাসের মাথায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়েছে।এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন বেশ কয়েকজন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালের দিকে এ সংঘর্ষ শুরু হয়। এরইমধ্যে ঢাকা কলেজের দুটি বাস ভাঙচুর করা হয়েছে।  এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের অভিযোগ, বিনা কারণেই হামলার শিকার হোন তারা।  এর আগেও বেশ কয়েকবার ঢাকা কলেজ হামলা করেছে বলে অভিযোগ তাদের। 

পুলিশ বলছে, ঘটনা নিয়ন্ত্রণে আনতে তাদেরও ৭-৮ জন আহত হন। তবে সংঘর্ষের কারণ জানান যায়নি। এখনও থমথমে নিউমার্কেট, গ্রীনরোড এলাকা। বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি আইডিয়ালের শিক্ষার্থীদের।

মারামারি বন্ধ ও 'ভ্রাতৃত্ববোধ' গড়ে তোলার লক্ষ্যে একমাস আগে 'শান্তিচুক্তি' করেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। 

সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই এলাকায় তীব্র যানজট তৈরির পাশাপাশি সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com