ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১২:২৩ এএম, ১৪ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

রাজধানীর ৩ স্থানে অবরোধের ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের

প্রকাশিত : ১২:২৩ এএম, ১৪ জানুয়ারি ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করে আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে এবার রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ স্থানে অবরোধের ঘোষণা দিয়েছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। তাদের ঘোষিত তিন স্থান হলো—সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়।

শিক্ষার্থীরা বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টা থেকে কর্মসূচি পালন করবেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানিয়েছেন, আগামী ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর চূড়ান্ত অনুমোদন দিতে হবে। একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে দ্রুত অধ্যাদেশ জারির দাবিও জানান তারা।

সাত কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত আইনের খসড়া গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পরে বিভিন্ন পক্ষের মতামতের ভিত্তিতে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে একাধিক আলোচনার পর খসড়াটি হালনাগাদ করা হয়।

শিক্ষার্থীরা জানান, গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবন অভিমুখে টানা অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে ডিসেম্বরের মধ্যেই সব আনুষ্ঠানিকতা শেষ করে জানুয়ারির শুরুতে অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়েও সেই আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় আবারও কর্মসূচিতে নামতে বাধ্য হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৫ জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় আইনটির চূড়ান্ত অনুমোদন এবং অধ্যাদেশ জারি নিশ্চিত করতে চাপ সৃষ্টির লক্ষ্যে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে যৌক্তিক এই দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন অব্যাহত থাকবে।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com