ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৬:০৬ এএম, ২৭ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

যে উপায়ে ডাউনলোড করবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র

প্রকাশিত : ০৬:০৬ এএম, ২৭ ডিসেম্বর ২০২৫

সংগৃহীত

নিউজ ডেস্ক :

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা চলবে। প্রার্থীরা নিজ নিজ জেলায় নির্ধারিত কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীরা শনিবার (২৭ ডিসেম্বর) থেকে অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) ও যুগ্ম-সচিব এ কে মোহাম্মদ সামছুল আহসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রার্থীদের আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে ০১৫৫২-১৪৬০৫৬ নম্বর থেকে একটি এসএমএস পাঠানো হবে। সেখানে প্রবেশপত্র ডাউনলোডের বিস্তারিত নির্দেশনা থাকবে। প্রার্থীরা ২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে admit.dpe.gov.bd ওয়েবসাইটে ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যবহার করে অথবা এসএসসি পরীক্ষার রোল নম্বর, বোর্ড ও পাশের সাল দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

পরীক্ষায় অংশ নিতে হলে প্রার্থীদের রঙিন প্রিন্ট করা প্রবেশপত্র এবং জাতীয় পরিচয়পত্রের (মূল এনআইডি বা স্মার্টকার্ড) কপি সঙ্গে রাখতে হবে। ওএমআর শিট পূরণ সংক্রান্ত নির্দেশনাসহ পরীক্ষার অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য প্রবেশপত্রেই উল্লেখ থাকবে।

পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, বই, নোট, কাগজপত্র, ক্যালকুলেটর, পার্স, ভ্যানিটি ব্যাগ, হাতঘড়ি বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ। এসব সামগ্রী নিয়ে কেন্দ্রে প্রবেশ করলে প্রার্থীর বিরুদ্ধে বহিষ্কারসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

এছাড়া, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরীক্ষার্থীদের যে কোনো ধরনের প্রতারণা বা দালালচক্রের প্রলোভনে না পড়ার জন্য বিশেষভাবে সতর্ক করেছে।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com