ছবি : সংগৃহীত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন দুই ছাত্র প্রতিনিধি—তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সরকারের দায়িত্বশীল একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
নির্বাচন কমিশন আজ বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় অথবা আগামীকাল বৃহস্পতিবার তফসিল ঘোষণা করতে পারে বলে জানা গেছে। আর সেই ঘোষণার ঠিক আগমুহূর্তে দুই উপদেষ্টা সরকারের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন।
সরকারি সূত্র জানিয়েছে, আজ বুধবারই তারা পদত্যাগপত্র জমা দিতে পারেন। এর আগের দিন মঙ্গলবার যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের জ্যেষ্ঠ সদস্যদের বৈঠকেও বিষয়টি আলোচিত হয়। বৈঠকের পর সন্ধ্যায় সরকারের দায়িত্বশীলরা নিশ্চিত হন যে দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগে সম্মত হয়েছেন।
আজ বুধবার বিকাল ৩টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সালাউদ্দিন জানান, তিনি সমসাময়িক বিষয়ে কথা বলবেন। তবে ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি—মূলত পদত্যাগের ঘোষণা দেওয়ার জন্যই এই সংবাদ সম্মেলন।
সূত্রমতে, গত সেপ্টেম্বরের মাঝামাঝি সরকারের শীর্ষপর্যায় থেকে দুই উপদেষ্টাকেই পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। তখন তারা কিছু সময় চান। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সরকারের মেয়াদ পর্যন্ত দায়িত্ব পালন করতে চাইলে পরবর্তীতে আবারও তাদের ওপর পদত্যাগের চাপ বাড়ানো হয়।
সরকারের নীতিনির্ধারকরা মনে করেন—নির্বাচনে অংশ নিতে পারেন এমন প্রতিনিধিদের সরকারের ভেতরে থাকা সমীচীন নয়।
শেষ পর্যন্ত তারা দুজনই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
সম্প্রতি আসিফ মাহমুদ তার ঠিকানা পরিবর্তন করে ধানমন্ডিতে স্থানান্তর করেছেন। ফলে ধারণা করা হচ্ছে, তিনি ঢাকা-১০ (ধানমন্ডি–হাজারীবাগ) আসন থেকে নির্বাচন করতে পারেন।
তবে এ আসনে বিএনপি ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করায় রাজনৈতিক সমীকরণ নতুন করে জটিল হয়েছে।
তিনি এনসিপি, কোনো নতুন জোট বা স্বতন্ত্র পরিচয়ে নির্বাচন করবেন—তা এখনো অনিশ্চিত।
মাহফুজ আলমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর-১। কিন্তু এখানেও বিএনপির সঙ্গে সমঝোতার প্রসঙ্গ থাকলেও পরিস্থিতি বদলে গেছে।
এলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বিএনপিতে যোগ দেওয়ার পর দলটি তাকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেয়। ফলে মাহফুজ আলমের নির্বাচনী সম্ভাবনা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। ছাত্র অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তিন প্রতিনিধি—নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও মাহফুজ আলম সরকারে উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন।
পরবর্তীতে নাহিদ ইসলাম পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠন করেন, যা পরে এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে নতুন জোট তৈরি করে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com