ঢাকা, ১০ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১২:৪১ এএম, ১০ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

ঘুস নেওয়ার অপরাধে চীনের সাবেক শীর্ষ সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

প্রকাশিত : ১২:৪১ এএম, ১০ ডিসেম্বর ২০২৫

ছবি : সংগৃহীত।

নিউজ ডেস্ক :

চীনে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দায়ে সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা গোউ ঝংওয়েনকে মৃত্যুদণ্ড দিয়েছে জিয়াংসু প্রদেশের একটি আদালত। তবে রায়ে বলা হয়েছে, এই মৃত্যুদণ্ড দুই বছরের জন্য স্থগিত থাকবে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, রায় অনুযায়ী গোউ ঝংওয়েনকে আজীবনের জন্য রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এবং তার সমস্ত ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। ঘুষ হিসেবে নেওয়া প্রায় ২৩৬ মিলিয়ন ইউয়ান, অর্থাৎ প্রায় ৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত জানায়, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে গোউ ঝংওয়েন ক্ষমতার অপব্যবহার করেছেন। তিনি বেইজিংয়ের ভাইস মেয়র এবং চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব স্পোর্টসের প্রধান ছিলেন। দায়িত্ব পালনের সময় প্রকল্প অনুমোদন এবং ব্যবসায়িক সুবিধা দেওয়ার বিনিময়ে বিপুল পরিমাণ ঘুষ, টাকা এবং দামী উপহার গ্রহণ করেন। আদালতের মতে, তার অপরাধ অত্যন্ত গুরুতর; তাই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে তিনি নিজের দোষ স্বীকার করেছেন, অনুশোচনা প্রকাশ করেছেন এবং ঘুষের টাকা ফেরত দিয়েছেন। এসব বিবেচনায় তার মৃত্যুদণ্ড দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। চীনা আইনে নির্ধারিত, এই সময়ের মধ্যে যদি তিনি ভালো আচরণ করেন, তবে মৃত্যুদণ্ড কমে যাবজ্জীবন কারাদণ্ডে রূপ নিতে পারে। যদিও কোনো অবস্থাতেই তিনি প্যারোল বা সাজা কমানোর সুযোগ পাবেন না, অর্থাৎ তাকে আজীবন কারাগারেই থাকতে হবে। উল্লেখ্য, গত ২০ আগস্ট মামলার শুনানিতে গোউ ঝংওয়েন খোলাখুলিভাবে নিজের দোষ স্বীকার করেছিলেন।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com