ছবি : সংগৃহীত।
তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তিতে যুক্ত হলো নতুন ও যুগান্তকারী মাইলফলক। মানববিহীন যুদ্ধবিমান বায়রাকতার কিজিলেলমা প্রথমবারের মতো আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য বিয়ন্ড–ভিজ্যুয়াল–রেঞ্জ (বিভিআর) ক্ষেপণাস্ত্র ছুড়ে জেট ইঞ্জিনচালিত চলন্ত লক্ষ্যবস্তুকে সফলভাবে ভূপাতিত করেছে। রোববার (৩০ নভেম্বর) এ অর্জনের আনুষ্ঠানিক ঘোষণা দেয় ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বায়কার—যা বিশ্বের প্রথম মানববিহীন প্ল্যাটফর্ম হিসেবে আকাশযুদ্ধ সক্ষমতার স্বীকৃতি পেল।
তুর্কি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পরীক্ষায় কিজিলেলমা ব্যবহার করেছে দেশীয়ভাবে তৈরি মুরাদ AESA রাডার, যা নির্মাণ করেছে প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান আসেলসান। এই রাডার লক্ষ্য শনাক্ত করার পর কিজিলেলমার ডানার নিচে সংযুক্ত পড থেকে নিক্ষেপ করা হয় গোকদোয়ান এয়ার–টু–এয়ার ক্ষেপণাস্ত্র।
বায়কার জানায়, বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো কোনো মানববিহীন যুদ্ধবিমান এ ধরনের জটিল মিশন সম্পন্ন করেছে।
সিনোপ প্রদেশের আকাশে পরিচালিত পরীক্ষায় কিজিলেলমার সঙ্গে একযোগে উড়েছে পাঁচটি এফ–১৬ যুদ্ধবিমান—যা মনুষ্যচালিত ও মানববিহীন যুদ্ধবিমানের যৌথ আকাশ মিশনের নতুন অধ্যায় রচনা করেছে। মিশনের আকাশচিত্র ধারণে ব্যবহৃত হয় বায়রাকতার আকিনচি ড্রোন।
এর আগেও কিজিলেলমা এফ–১৬–কে লক্ষ্য করে পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করেছিল। এবার সফল ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে এটি আকাশযুদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে পূর্ণ সক্ষমতার প্রমাণ দিল।
কিজিলেলমার কম রাডার সিগনেচার, উচ্চ সেন্সর ক্ষমতা ও উন্নত টার্গেটিং সিস্টেম এটিকে বিশ্বের অত্যাধুনিক মানববিহীন যুদ্ধবিমানগুলোর কাতারে নিয়ে গেছে। এর আগে পরীক্ষা–নিরীক্ষায় এটি তোলুন ও তেবের–৮২ স্মার্ট মিউনিশন ব্যবহার করেও লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছিল।
বায়কারের চেয়ারম্যান ও সিটিও সেলচুক বায়রাকতার বলেন,
“আজকের দিনটি বিশ্ব উড্ডয়ন–ইতিহাসের নতুন অধ্যায়। প্রথমবারের মতো কোনো মানববিহীন যুদ্ধবিমান রাডার–নির্দেশিত ক্ষেপণাস্ত্র ছুড়ে আকাশের লক্ষ্যবস্তু ভূপাতিত করেছে।”
বায়কারের সিইও হালুক বায়রাকতার এ সাফল্যকে “তুরস্কের প্রযুক্তিগত স্বনির্ভরতার ঐতিহাসিক মুহূর্ত” হিসেবে উল্লেখ করে বলেন,
“রাডার থেকে ক্ষেপণাস্ত্র—সমস্ত আকাশযুদ্ধ শৃঙ্খল আমরা নিজেদের প্রযুক্তিতে সম্পন্ন করেছি। এটি তুর্কি জাতির গর্ব।”
তুরস্কের শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মেহমেত ফাতিহ কাচির বলেন,
“তুরস্কের জাতীয় প্রযুক্তি সক্ষমতা আজ এমন জায়গায় পৌঁছেছে, যেখানে আকাশ–আধিপত্যের নিয়ম নতুন করে লেখা সম্ভব।”
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com