 
									
																		ফাইল ছবি
ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমারকে চিঠি দিয়েছেন দেশটির পার্লামেন্টের হাউস অব কমন্সের ২২১ জন সংসদ সদস্য (এমপি)। শুক্রবার (২৫ জুলাই) এই চিঠিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়া হয়। খবরটি প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ক্ষমতাসীন লেবার পার্টিসহ মোট ৯টি রাজনৈতিক দলের এমপিরা। এমনকি বিরোধী দল কনজারভেটিভ পার্টির কয়েকজন সংসদ সদস্যও এই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন।
চিঠিতে উল্লেখ করা হয়,
“আমরা জানি, যুক্তরাজ্যের এককভাবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষমতা নেই। তবে ফিলিস্তিনের সঙ্গে আমাদের একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে যুক্তরাজ্য যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়, তাহলে তা স্বাধীনতার দীর্ঘ সংগ্রামে একটি ইতিবাচক ও অর্থবহ বার্তা দেবে।”
উল্লেখ্য, হাউস অব কমন্সে মোট ৬৫০টি আসন রয়েছে। সে হিসেবে এক-তৃতীয়াংশেরও বেশি এমপি এই চিঠিতে স্বাক্ষর করেছেন। স্বাক্ষরকারীদের মধ্যে বর্তমান সরকারের উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রায়নার এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের নামও রয়েছে।
তবে এই দাবির জবাবে প্রধানমন্ত্রী স্টারমার স্পষ্ট করেছেন, এখনই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সময় হয়নি। এক বিবৃতিতে তিনি বলেন,
“আমাদের মূল লক্ষ্য হচ্ছে মধ্যপ্রাচ্যে একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠা। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া সেই লক্ষ্যের চূড়ান্ত ধাপ— তবে এর আগে কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করতে হবে।
এর মধ্যে রয়েছে গাজায় অবরুদ্ধ সব ইসরায়েলি জিম্মির মুক্তি এবং সেখানে একটি স্থায়ী ও কার্যকর যুদ্ধবিরতি নিশ্চিত করা। এই ধাপগুলো না পেরোলে স্বীকৃতি দেওয়ার কোনো কার্যকর প্রভাব পড়বে না।”
স্টারমার আরও জানান, যুক্তরাজ্য তার ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে মিলে গাজায় যুদ্ধাবসান এবং জিম্মিদের মুক্তির জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
 
					
				        	৪র্থ তলা,  হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
						
 
					
 সম্পাদক 
			        	
  মোজাম্মেল দিলন  
					
 প্রকাশক
			        	
 সবার কথা মিডিয়া লিমিটেড 
			        	সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
					
 নিউজ
			       	
 ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
		          	
 Email: sobarkothabdnews@gmail.com
		        	
 বিজ্ঞাপণ 
			       	
 ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
		          	
 Email: sobarkothabdnews@gmail.com
		        	
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com